Site icon Sambad Pratikhan

কলকাতার রাস্তা ও পুকুরগুলি নিয়ে কর্পোরেশনে বিশেষ বৈঠক

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন:  আজ কলকাতা কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সদের এক প্রশাসনিক বৈঠকের শেষে কলকাতা কর্পোরেশনের প্রশাসক ফিরহাদ হাকিম জানান শহর কলকাতায় জলাশয় অর্থাৎ পুকুর এবং রাস্তা কাটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কারণ বেশিরভাগ সময় রাস্তা এবং এই জলাশয়গুলি নোংরা হয়ে থাকে। তাছাড়া রাস্তা কোন সময় কাটা বা খোঁড়া  হলে তার সমানভাবে সারাই করা হয় না।  এর ফলে অনেক অসুবিধা দেখা যায়, তাই তিনি আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাছে একটি আর্জি জানিয়েছেন যেন একটি বোর্ড গঠন করা হয় এবং সেখানে পি ডাব্লিউ ডি,এইচ আর বি সি এবং কে এম ডি এ থাকবে। যার ফলে বৃহত্তর কোন কাজ হলে সেই কাজ সমানভাবে সবার মধ্যে বন্টন হয়ে যায়। এছাড়াও ঠিক করা হয়েছে বড় রাস্তাগুলি থাকবে ডি জি রোডস এর অন্তর্ভুক্ত এবং ছোট রাস্তাগুলি থাকবে বোরোর তত্তাবধানে। রাস্তা যেন সমানভাবে সারাই করা হয় এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে কোন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে ও যে সমস্ত পুকুরগুলো রয়েছে সেগুলি সঠিকভাবে পরিষ্কার করা এবং সঠিকভাবে পুকুরের জন্য যথাযথ জায়গাটা

Exit mobile version