অন্যদিকে মিনাখাঁর ব্লক কমিউনিটি হলে মিনাখাঁর বিধায়িকা ঊষা রানী মন্ডল, মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, মিনাখাঁ ব্লক সম্পাদক কালাম মল্লিক ও সভাপতি আইয়ুব গাজী সহ বিশিষ্ট নেতৃত্বরা ঐ সম্মেলনের পরিচালনা করেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পালিত হয় এই সম্মেলন। দুই সভা থেকেই ‘২১এ জয়ের ডাক দেওয়া হয়।
পাশাপাশি মিনাখাঁ বিধানসভার ১২টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা রবিবার জেলা নেতৃত্বের নির্দেশ মতো কর্মীসভায় অংশগ্রহণ করেন। সেখানে ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ের রূপরেখা তৈরি করে দেন মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক কালাম মল্লিক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে নেতা, কর্মী ও সমর্থকরা শপথ নেন। একুশে নির্বাচনে জয়ের জন্য এই কর্মীসভায় সব ধর্মের মানুষের এক যোগসূত্র তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।