Site icon Sambad Pratikhan

পাকিস্তান আক্রমণ করলেও এত পুলিশ লাগতো না যত পুলিশ আজ রাজ্য সরকার পথে নামিয়েছেন-দিলীপ ঘোষ

Advertisements

নিজস্ব প্রতিনিধি, সংবাদ প্রতিখন: আজ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজধানী কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে। সকাল থেকেই এই উপলক্ষে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি, আজকের এই অভিযানকে কেন্দ্র করে সকল রকম হিংসা আটকাতে নবান্নমুখী সকল রাস্তায় লক্ষণীয় ছিল পুলিশের তত্‍পরতা। আজকের রাজপথের ছবিটা তাই ছিল অন্যদিনের থেকে অনেকটাই আলাদা, কোথাও বিজেপি কর্মীদের নবান্ন অভিমুখে এগিয়ে যাবার আপ্রাণ চেষ্টা, আবার কোথাও বা পুলিশকে লক্ষ করে ইঁট ছুড়তেও দেখা গেল, আবার কোথাও বা লক্ষ করা গেল পুলিশের

জলকামানে আহত নেতাদের শ্রুশ্রূষা করতে। মাঝখান থেকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে সাধারণ মানুষ আজকের এই অভিযানের ফলে। এদিকে রাজ্য সরকার আগাম ঘোষণানুযায়ী স্যানিটাইজেসনের কারণে নবান্নকে আজ ও আগামীকাল বন্ধ রাখার সিদ্ধান্তকে এই রাজ্যের শাসক দলের পরাজয় বলে দাবী করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখমন্ত্রী এত সহজে আমাদের ময়দান ছেড়ে দেবেন তা ভাবাই যায় নি। আজকের পুলিশের তত্‍পরতাকে কটাক্ষ করে দিলীপ বাবু বলেন পাকিস্তান আক্রমণ করলেও এত পুলিশ লাগতো না যত পুলিশ আজ রাজ্য সরকার পথে নামিয়েছেন। সব মিলিয়ে শাসক ও বিরোধী উভয়ের শক্তি প্রদর্শনে রীতিমত সরগরম এই রাজ্যের রাজনীতি এটা বলাই যায়।

ছবি: সঞ্জয় মুখোপাধ্যায়  

Exit mobile version