মানুষের পাশে ও সাথে থাকার অঙ্গীকার হিউম্যান রাইটস সিটিজেন অফ ইন্ডিয়া’র সকল সদস্য-সদস্যার

684ba084-95b5-4b4b-b31b-871ed9a193d2

অভিজিত্‍ দাস, পশ্চিম বর্ধমান প্রতিনিধি, সংবাদ প্রতিখন: গতকাল(৪ অক্টোবর, ২০২০) পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরের ভারতী মিলনী হলে হিউম্যান রাইটসের এক অনুষ্ঠানে সমাজকর্মীদের সম্বর্ধনা, ন্যাশনাল প্যারা সাঁতারু অনামিকা গড়াইকে সম্মাননা ও কোভিড যোদ্ধা শাহবাজ খান,সমিত মন্ডল ও দেবাশীষ বোস , নৃপেন্দ্র নাথ দত্ত কে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়।

এদিনের এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সিটিজেন অফ ইন্ডিয়া’র সম্পাদক সঞ্জিত বাদ্যকর, সভাপতি আশিষ ভট্টাচার্য, সহ-সভাপতি শিখা চ্যাটার্জি, লিগ্যাল সেলের কোর কমিটি সদস্য কৌশিক বোস,  ওয়েলফেয়ার সেলের প্রেসিডেন্ট অভিজিৎ দাস,  কাউন্সিলিং সেলের সুজাতা হালদার,  অমৃতা বোস,  শ্রীপা দেবী, ডালিয়া দেবী,  প্রিতম পাল আরো সদস্য-সদস্যাবৃন্দ।

gif advt

Untitled-3

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডঃ লীলাবতী ঠাকুর। সম্মাননা প্রদানের পাশাপাশি এদিনের সন্ধ্যা সেজে উঠেছিল সঙ্গীত ও নৃত্যের অপরূপ মেলবন্ধনে। নৃত্য পরিবেশন করেন মৈত্রিয়ী দত্ত ও রজনী দে, সঙ্গীতে ছিলেন মানস মুখার্জি, ঋতভাস বাচিক দলের সদস্যাবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইতি সিনহা পাল।

Untitled-1advt-5advt-4advt-1advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading