Site icon Sambad Pratikhan

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে বিজেপি কর্মীদের মিছিল করে তৃণমূলে যোগদান

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট: হাড়োয়ায় বিজেপি, সিপিএম ও কংগ্রেসে ফের ভাঙ্গন। ২০০০ নেতা-কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি ও সিপিএমের নেতাকর্মী সহ সহস্রাধিকের তৃণমূলে যোগদান। এদিন গোপালপুরে কেন্দ্রের কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বিজেপি, কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগদান করেন। বিজেপি, সিপিএম নেতা কর্মীরা মূলত দাবি করেন যে, যেভাবে কেন্দ্রীয় সরকার কৃষক বিল পাশ করেছে, তাতে আগামী দিনে কৃষকদের জীবন জীবিকা ও রুজি-রোজগার হারাতে পারে। ফঁড়ে ও দালালদের হাতে কৃষকরা হাতের পুতুল হয়ে যাবে। নিজের জমি জায়গা দালালদের হাতে চলে যাবে, তারা ইচ্ছামত কৃষকদের চাষ করাতে বাধ্য করাবে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবেন না তাই দল ত্যাগ করলেন এই নেতাকর্মীরা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য নারায়ণ গোস্বামী, হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, হাড়োয়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিক আহমেদ, সহ-সভাপতি নুরুল ইসলাম ও গোপালপুর ২নং অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সি সহ অন‍্যান‍্য তৃণমূল নেতৃত্ব।

নারায়ন গোস্বামী বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা কৃষি বিল পাস করেছে  তৃণমূল তার সক্রিয় প্রতিবাদ জানাচ্ছে। তাই আজকে বিজেপির নানা কর্মী ও কৃষকরা মেনে নিতে পারছে না। তাই তারা মিছিল করে আজ তৃণমূলে যোগদান করলেন। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে জেলা তথা রাজ‍্যজুড়ে প্রতিনিয়ত বিজেপি থেকে নেতা নেত্রী ও কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। তাদের মোহভঙ্গ হয়েছে। যারা লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিয়েছিল তারা ভুল বুঝতে পারছে। ভুলটা বুঝে  তারা দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করছে। পাশাপাশি আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভায় আরো বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতবে এদিন যোগদানের মধ্য দিয়ে আরও একবার মানুষ বুঝিয়ে দিল। সিপিএমের লোকাল কমিটির প্রাক্তন সদস্য আব্দুল মন্ডল, কংগ্রেসের গোপালপুর দু’নম্বর অঞ্চল কমিটির সম্পাদক নজরুল মন্ডল সহ বিজেপির নেতা কর্মী সমর্থক প্রায় ২,০০০ হাজার এদিন তৃনমূলে যোগদান করেন।

Exit mobile version