আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে- বিধায়ক শুভ্রাংশু রায়

1নিজস্ব সংবাদদাতা: আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে। আজ শ্রীরামপুরে এক রক্তদান শিবিরে এসে বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় এই ভাবেই তার বক্তব্য রাখলেন। তিনি জানিয়েছেন যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার রূপায়িত করছে না  আগে তারা তার জবাব দিন তারপরে তো বঞ্চনার প্রশ্ন। তিনি জানান যে তৃণমূলের পক্ষ থেকে এবং বিরোধীদলের পক্ষ থেকে শিল্প বিলগ্নীকরণ এ কথা বলা হচ্ছে। শিল্প বিলগ্নীকরণ তো নতুন নয়, ২০১৪ সাল থেকে কংগ্রেস সরকারের আমলে বহু শিল্প বিলগ্নীকরণ হয়েছে। আর বিলগ্নীকরণ মানে তো পুরোপুরি বেচে দেওয়া নয়, এটা মানুষকে বুঝতে হবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি শ্যামল বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

advt-5advt-4advt-2advt-1advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading