Site icon Sambad Pratikhan

হুগলি জেলার সাধারণ মানুষের করোনা পরিস্থিতিতে এগিয়ে এল চন্দননগর কোভিড কেয়ার নেটওয়ার্ক।

Advertisements

নিজস্ব সংবাদদাতা: কোভিড-১৯ সংক্রমণের কারণে সামাজিক এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কঠিন পরিস্থিতিতে  চিকিৎসক, কোভিড-জয়ী, এবং অন্যান্য সচেতন নাগরিকদের গণ-উদ্যোগ হিসেবে রাজ্যে এবং হুগলী জেলায় “কোভিড কেয়ার নেটওয়ার্ক” কাজ শুরু করেছে। ইতিমধ্যে এই নেটওয়ার্ক বেশ কয়েকটি জায়গায় আলোচনা সভার মাধ্যমে সচেতনতার প্রচার শুরু করছে। কিছু ক্ষেত্রে কোভিড রুগী ও রুগীর পরিবারকে সহযোগিতাও করেছে। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার এবং চন্দননগর শহরভিত্তিক এই উদ্যোগকে প্রসারিত করার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য গত ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট সবুজের অভিযান ক্লাবে চন্দননগরের সমমনস্ক কিছু ব্যক্তি এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সভা হয়। এই সভায় চন্দননগরে কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত হবার জন্য একটি শহরকেন্দ্রিক “কোভিড কেয়ার নেটওয়ার্ক”  তৈরির সিদ্ধান্ত নেয়া হয় । এই  শহরকেন্দ্রিক কোভিড কেয়ার নেটওয়ার্ক জেলা কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে কোভিড কেয়ার নেটওয়ার্ক চন্দননগর মূলত যে কাজগুলি করার উদ্যোগ নেবে–১. সম্ভাব্য কোভিড রুগীর পরীক্ষা ও চিকিৎসা বিষয়ে দিশা দেখানো। ২. কোভিড পজেটিভ হলে গৃহনিভৃতবাসের ক্ষেত্রে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সহায়তা। ৩.  হাসপাতাল পৌঁছোতে অ্যাম্বুলেন্স পেতে সহায়তা করা। ৪.  রুগীর পরিজনদের গৃহনিভৃতবাসে প্রয়োজনীয় সহায়তা করা। ৫.  কোথাও কোভিড রুগী বা তাঁর পরিজন আক্রান্ত হলে, পাশে দাঁড়ানো। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিয়ে আক্রান্তের নিরাপত্তা নিশ্চিত করা। ৬.  বিভিন্ন মহল্লায় ছোট ছোট সভা করে কোভিড নিয়ে অমূলক আতঙ্ক দূর করার উদ্যোগ নেওয়া, কোভিড নিয়ে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার বিরোধী প্রচার করা এবং করোনা আক্রান্ত মানুষ-তাঁদের পরিবার এবং কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষদের অস্পৃশ্য করার ও সামাজিক হেনস্থার বিরুদ্ধে প্রচার করা।

Exit mobile version