Site icon Sambad Pratikhan

হরিপালে জয়হিন্দ বাহিনীর সাংগঠনিক সভা

Advertisements

প্রবীর বোস: আজ হরিপাল ব্লক তৃণমূল জয়হিন্দ বাহিনীর হরিপাল লোকো মঞ্চে সাংগঠনিক সভায় হরিপাল ব্লকে বুথ সভাপতিদের, অঞ্চল কমিটির সদস্য এবং ব্লক কমিটির সদস্যদের নিয়ে জয় হিন্দ বাহিনীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল। দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শুরু হয় সভার অনুষ্ঠান। অনুষ্ঠানে বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলার তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি বিধায়ক মানস মজুমদার, হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক, স্বরূপ মিত্র হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা হরিপাল ব্লক ছাত্র পরিষদের সভাপতি সুমিত সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিধায়ক বেচারাম মান্না সমস্ত জয়হিন্দ বাহিনীর বুথ সভাপতি দের নির্দেশ দেন অবিলম্বে প্রতিটি বুথে সদস্য সংখ্যা বাড়াতে হবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে সাধারণ মানুষ কি সুবিধা পেয়েছে সার্ভের মাধ্যমে লিপিবদ্ধ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী প্রকল্প গুলো বাড়ি বাড়ি প্রচার করতে হবে। মানস মজুমদার বলেন আরএসএসের মত ভয়ানক বিজেপির সংগঠনকে আটকাতে পারে একমাত্র জয়হিন্দ বাহিনী, তাঁর জন্য জয়হিন্দ বাহিনীর প্রতিটা কর্মীকে সুশৃংখলভাবে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে। আজকের এই সাংগঠনিক সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Exit mobile version