সিঙ্গুরের আনন্দনগর রামনাথ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আনন্দ সংবাদ

dd49be2a-fbf2-443b-82cf-55e5320e7acaপ্রবীর বোস: আগামী শিক্ষাবর্ষ থেকে হুগলি জেলার সিঙ্গুরের আনন্দনগর রামনাথ উচ্চ বিদ্যালয়ে শুরু হতে চলেছে বিজ্ঞান বিভাগ। উল্লেক্ষ্য এই বিদ্যালয়ের মোট মোট ছাত্র-ছাত্রীদের সংখ্যা ৬৫৬। এই এলাকার ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য যেতে হচ্ছিল অন্য জায়গায়, অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল এই বিদ্যালয়ে চালু করা হোক বিজ্ঞান বিভাগ। অবশেষে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর হুগলীর সিঙ্গুরের এই বিদ্যালয়টি অনুমোদন পেল বিজ্ঞান বিভাগ চালু করার। এর ফলে উপকৃত স্থানীয় এলাকার বহু ছাত্র-ছাত্রী।   c80e19bb-830c-4003-89c0-6857ccac0b38

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading