২১শে জুলাই এর খরচ বাঁচিয়ে আম্ফানের দুর্গতদের পাশে পৌর প্রশাসক

basir-aসৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার টাকি পৌরসভার বর্তমান প্রশাসক আজিজুল গাজী প্রতি বছর ২১শে জুলাই এর জন্য টাকি ও হাসনাবাদ সহ তৎসংলগ্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের জন‍্য কুড়িটা বাস পাঠাতেন। করোনা আবহের জন্য এবার একুশে জুলাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার ঘোষণা করেছেন। টাকি পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে জায়ান্ট স্ক্রিনে চোখ রাখা হবে। আজিজুল গাজী জানান, এই ভার্চুয়াল সভা থেকে ২০২১ এ বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা দেন দলনেত্রী। সেই পথই তারা অনুসরণ করবেন। অন্যদিকে বুথে বুথে সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করবেন। সবমিলিয়ে একুশের বার্তা ও কর্মী-সমর্থকদের উজ্জীবিত করা এবং সংগঠিত করার মূল লক্ষ্য নিয়েই স্ক্রিনের পর্দায় চোখ রাখা হবে। টাকি পৌরসভার বিদায়ী উপ পৌর প্রধান আজিজুল গাজী প্রতিবছর একুশে জুলাই এর জন্য কর্মীদের খাওয়া-দাওয়া ও গাড়ি ভাড়া বাবদ প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা খরচ করতেন। কিন্তু এবার সেই টাকা আর খরচ হচ্ছে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার টাকি ও হাসনাবাদ শহরের আম্ফানের ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করবেন। পাশাপাশি করোনা ভাইরাস থেকে দূরে থাকতে স্যানিটাইজার ও মাস্কও বিতরণ করবেন। সব মিলিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে টাকি পৌরসভার নাগরিকবৃন্দ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading