Site icon Sambad Pratikhan

কোন্নগরে দুঃস্থদের ১৫ দিন ধরে আহার বিতরনের কর্মসূচির সূচনা

Advertisements

শুভদীপ দে, হুগলি: লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ১৫ দিন এলাকার দুস্থ মানুষদের দুপুরে আহারের ব্যবস্থা করেছেন কোন্নগর নবগ্রাম নব রুপায়ন ওয়েলফেয়ার সোসাইটি। নব রূপায়নের পক্ষ থেকে প্রত্যেক দিন দুপুরে কোন্নগর নবগ্রাম দেবাঙ্গণ অনুষ্ঠান ভবনে দুপুরের রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিনের এই মহৎ কাজে উপস্থিত ছিলেন সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। মঙ্গলবার দুঃস্থ মানুষদের আহারের পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে একটি করে সাবান তুলে দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে। মিহির দাস বলেন আমাদের এই কর্মকাণ্ড ১৫ দিন ধরে চলবে। প্রত্যেকদিন দুপুরে আমরা এখানে আনুমানিক ৩০০ জন করে লোকের রান্না করা খাবারের ব্যবস্থা করেছি। আজ তার শুরুর দিন। সবাই মিলে সমস্ত সদস্যরা মিলে আমরা করছি। আগামী দিনেও এই কর্মকাণ্ড করে যাব। তিনি বলেন আমরা গণবিবাহ দিয়েছি, জল বাঁচাও, জল ধরো কর্মসূচি পালন করেছি।

 

কোন্নগর অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ১০০টি গাছ বসানো হয়েছে। কানাইপুর প্রতিবন্ধী স্কুলে ৬২ জন ছাত্র-ছাত্রীদের দুপুরের রান্না করা খাবার পরিবেশন করা হয়। পুঞ্চা নবদিশা মডেল স্কুল পুরুলিয়াতে আদিবাসী ছেলে মেয়েদের নতুন জামা কাপড় ও সকাল ও দুপুরের রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি দীপ্তি ভট্টাচার্য সকলকে উৎসাহ দেন।

Exit mobile version