সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের দুর্গত এলাকায় ত্রাণ বিলি করলেন বিধানসভার ডেপুটি হুইপ পার্থ ভৌমিক। এদিনের এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ্, হাসনাবাদের বিডিও অরিন্দম মুখার্জী সহ জেলার তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীরা। সব মিলিয়ে সুন্দরবনের প্রায় কুড়ি হাজার মানুষকে পর্যাপ্ত পরিমাণে পানিও জল, জলবাহিত রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম ওষুধ, ব্লিচিং পাউডার, শুকনো খাবার ও গৃহহীনদের জন্য নতুন বস্ত্র দুর্গতদের হাতে তুলে দেন। এখনও পর্যন্ত বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ ও ২, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখাঁ ও হাড়োয়া সহ বেশ কিছু ব্লকের বহু গ্রাম জলের তলায়।
সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে বিদ্যুত ও পানীয় জলের। সেই সমস্যাগুলি খতিয়ে দেখতে রবিবার সুন্দরবন পরিদর্শনে যান রাজ্য বিধানসভার ডেপুটি হুইপ। তিনি দুর্গত সঙ্গে একদিকে কথা বলেন অন্যদিকে তাদের হাতে দৈনন্দিন জীবনের ১৫ দিনের জল খাবার তুলে দেন। প্রায় কুড়ি হাজার পরিবারের হাতে খাবার তুলে দেন তিনি। পাশাপাশি এদিন তিনি বলেন বিগত ২০০ বছরে এই বিপর্যয় বাংলা কোনোদিন দেখিনি। রীতিমতো প্রকৃতির সঙ্গে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হবে। এই লড়াই যেমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেই রকমই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একজন প্রতিনিধি হয়ে হিসেবে লড়ছেন। সবাই মিলে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে বাংলার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবো।