ব্যারিকেড দেওয়া নিয়ে সংঘর্ষ হুগলিতে

1ee9d149-e785-472f-b604-59efc45ba258শুভদীপ দে, হুগলি: হুগলির চন্দননগর গোন্দলপাড়ায় ও ভদ্রেশর তেলীনিপাড়ায় গতকাল রাত থেকে করোনা ভাইরাস রুখতে বাঁশের ব্যারিকেড দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েক জন। আহতদের মধ্যে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক দলের নেতা ও পুলিশের সূত্রে জানা গেছে, ভদ্রেশর তেলীনিপাড়ায় কয়েকজনের করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে ঐ এলাকার বাসিন্দারা অন্যদিকে না যেতে পারেন।

এই ব্যারিকেড লাগানো কে কেন্দ্র করে চলে দুই পক্ষের মধ্যে বচসা এরপরই শুরু হয় সংঘর্ষ। তাতে বেশ কয়েকটি দোকানে ও বাড়িতে লুটপাট, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও ঐ ঘটনাস্থলে পুলিশ কমিশনারেটের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েক জনকে পুলিশ আটক করেছে বলে পুলিশের সূত্রে জানা গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় পুলিশের টহলদারি ও পিকেটিং করেছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading