Site icon Sambad Pratikhan

করোনার সচেতনতার বার্তা দিয়ে সুন্দরবন সহ বসিরহাটের বিভিন্ন প্রান্তে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিবসে শুক্রবার বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল অদিতি মিত্ররা সকাল থেকে বসিরহাট টাউন হল, রবীন্দ্র ভবন, রবীন্দ্র সৈকত পার্ক সহ বিভিন্ন জায়গায় গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করেন এবং কবিতা ও গানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেন। সামাজিক দূরত্ব মেনে মুখে মাক্স পরে এই উৎসব পালন করা হয়। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর উদ্যোগে বসিরহাট মহকুমার বিভিন্ন থানা এলাকায় কবিগুরুকে স্মরণ করতে  বসিরহাটের টাকি রোড ও ইটিন্ডা রোডের পাশাপাশি সুন্দরবনের হিঙ্গলগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাম্যমান ট‍্যাবলো বের করা হয়।

বসিরহাটের বিশিষ্ট শিক্ষক মহাদেব পাত্র নিজের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে গান ও কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন। সব মিলিয়ে একদিকে করোনা সচেতনতার বার্তার মধ‍্য দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে এমনটাই মনে করছেন প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা।

Exit mobile version