কমিউনিটি কিচেনের খাবারের গুণমান পরীক্ষা করলেন বিডিও

basirhat-3সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের কাটিয়াহাট, রামচন্দ্রপুর ও চন্ডিপুর সহ মোট চারটি কমিউনিটি কিচেন ঘুরে দেখলেন বাদুড়িয়ার বিডিও ত্রিভুবন নাথ, পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন সহ প্রশাসনিক কর্তারা। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের বাদুড়িয়া ব্লকের কমিউনিটি কিচেন মারফত খাবার হোম ডেলিভারি দেওয়ার কাজ শুরু করেছে তৃণমূল যুব কংগ্রেস। ইতিমধ্যে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু প্রকল্পের মাধ‍্যমে সূচনা করেছিলেন এই কমিউনিটি কিচেনের। তারপর একে একে রাজ্য সেই পরিকল্পনা ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা বাস্তবায়নের পথে। পৌরসভার পর গ্রামে এবং সীমান্তে দীন ও দরিদ্র শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে প্যাকেট বন্দি খাবার তাদের দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

কারণ বহু শ্রমিক দৈনন্দিন জীবনে কাজ হারিয়ে রুজি-রোজগার হারিয়েছে। একদিকে অর্থসংকট অন্যদিকে খাবারের সমস্যা। তাই তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। যতদিন লকডাউন চলবে ততদিন রান্না করা খাবার প্যাকেটিং করে সীমান্তের ঘরে ঘরে পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এদিন বিডিও, পুলিশ আধিকারিক, জনপ্রতিনিধিরা খাবারের গুণমান নিজে হাতে দেখলেন ও প্যাকেট বন্দি করলেন। সব মিলিয়ে করোনা যুদ্ধে সবাই এক সেটা আরও একবার প্রমাণিত হলো। বিডিও এদিন বলেন সামাজিক দূরত্ব বজায় রাখুন লকডাউন মান্যতা দিন প্রশাসন আপনাদের পাশে আছে। কেউ অভুক্ত থাকবেন না বাড়ি খাবার পৌঁছে যাবে।

advt-3advt-2advt-for-web09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading