Site icon Sambad Pratikhan

লক ডাউনে রক্তদান জনাইতে

Advertisements

শুভদীপ দে, হুগলি: এই করোনা লকডাউনে যেখানে রক্তের পর্যাপ্ত যোগান নেই সেইসময় একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য এগিয়ে এল হুগলী জেলার জনাই পশ্চিম পাড়ার কল্যাণ সমিতির সদস্যরা এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে।  এই শিবিরে ৪০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্ত দান করতে এগিয়ে এসে এই সময়ে চলা রক্তের সংকটে রাজ্যের পাশে দাঁড়িয়ে এই দৃষ্টান্ত স্থাপন করলেন। জনাই কল্যাণ সমিতির পক্ষে সাংস্কৃতিক সম্পাদক পৌলমী রায় চ্যাটার্জী জানলেন তাঁদের এই রক্তদান শিবির তাঁর সকলরকম সরকারী নিয়ম-নীতি পালন করেই অনুষ্ঠিত করেছেন। এছাড়াও এই লক ডাউনের সময় চপল সামাজিকও দূরত্বও সঠিক ভাবে মেনেই তাঁরা আয়োজন করেছিলেন এই শিবির।

তিনি আরও জানান তাঁদের এই শিবির তাঁদের সমিতির সভাপতি, সম্পাদক ও সঞ্জীব পাল,কুশল ব্যানার্জ্জী, পার্থ ঘোষদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠিত করা সম্ভব হত না। শিবিরে উপস্থিত থেকে সকলকে উত্‍সাহ প্রদান করেন হুগলী জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জীও জনাই গ্রাম পঞ্চায়েত প্রধান। শিবিরের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।

Exit mobile version