শুধু উত্‍সবে নয়, বিপদেও পাশে আছেন তাঁরা

9fae754c-d124-4526-a7c1-38285a2aab5cঅমিত চক্রবর্তী: এই মূহুর্তে সারা দেশের সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি এগিয়ে এসেছেন করোনা ভাইরাস মোকাবিলায় সকল রকম ব্যবস্থা গ্রহণ করতে। তার মধ্যে আমাদের দেশে চলছে ২১ দিনের লম্বা লক ডাউন। আর এই লক ডাউনে সব থেকে অসহায় অবস্থা পড়েছে সেই সকল প্রান্তিক মানুষজন যাঁরা মূলত দিন আনে দিন খায়। আর এও সকল মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সরকারী প্রশাসন থেকে শুরু করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এছাড়াও নানান বেসরকারি সংগঠনও এগিয়ে এসেছেন তাদের দরাজ হাত নিয়ে। পিছিয়ে নেই আমাদের রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিও। এমনই একটি ক্লাব বা সংগঠন হুগলি জেলার রিষড়ার কোরাস। যাঁদের খ্যাতি বা পরিচয় এই জেলার বুকে একটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজাকমিটি হিসাবে। কিন্তু কোরাস যে শুধুমাত্র উত্‍সবের আনন্দে নিজেদের ভাসান না তাঁদেরও সমাজের প্রতি সমান দায়িত্ব-কর্তব্য রয়েছে তা আবারও তারা প্রমাণ করলেন এই করনার আবহে চলা লক ডাউনের সময়।

লক ডাউনের সময় বিপদে পড়া প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ালো রিষড়ার এই ক্লাবটি। আজ কোরাসের পক্ষ থেকে রিষড়ার বেশ কিছু প্রান্তিক দরিদ্র মানুষদের হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতার দিকটি জনসমক্ষে আবারও প্রকাশ করলেন তাঁরা।

advt-for-webadvt-2advt-309828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading