Site icon Sambad Pratikhan

সেরার সেরা প্রাথমিক বিদ্যালয়ের সম্মান পেল কিসমৎ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়

Advertisements

পথিক মিত্র: পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মহকুমার সেরার সেরা প্রাথমিক বিদ্যালয়ের সম্মান পেল কিসমৎ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়। আজ (২৯ সেপ্টেম্বর, ২১০৯) মেদিনীপুর কলেজের বিবেকানন্দ সভাগৃহে কিসমৎ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এই পুরস্কার তুলে দিলেন ড. মধুপ দে। উল্লেক্ষ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রত্যন্ত প্রান্তে শীলাবতী নদীর বাঁধের একপাশে অবস্থিত এই কিসমৎ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়টি। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পশ্চিম মেদিনীপুর শাখার শাখা মূলতঃ প্রাথমিক বিদ্যালয়গুলি সীমিত ক্ষমতার মধ্যেও তাঁদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুনগত মান বিকাশে কতটা তত্‍পর।এছাড়ারও বিদ্যালয়ের সৌন্দর্যায়ন করতে সক্ষম হচ্ছেন ও ছাত্র-ছাত্রীদের পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে ব্যবহারিক শিক্ষায় কতটা শিক্ষিত করে  এই সকল বিষয়গুলির ওপর বিবেচনা করেই এই সেরার সেরা পুরস্কার তুলে দেওয়া হয়।

কিসমৎ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত্‍ জানা আমাদের জানালেন তাঁরা তাঁদের বিদ্যালয়ের ছোট ছোট ছেলে-মেয়েদের পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তি, নাচ, নানা ধরনের হাতের কাজ ছাড়াও নানা প্রকার সমাজসেবা মূলক অনুষ্ঠানে অংশ নেওয়ান, যার দ্বারা তাঁদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আগামীতে একজন সু-নাগরিক হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়।(নিজস্ব চিত্র)

Exit mobile version