Site icon Sambad Pratikhan

অভিষেককে গতবারের থেকে বেশী ভোটে জেতাতে বদ্ধ পরিকর স্থানীয় নেতৃত্ব

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়ঃ ডায়মণ্ড হারবার, এই মূহুর্তে রাজ্যের অন্যতম নজরকাড়া লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের অন্যতম প্রধান প্রার্থী রাজ্যের বর্তমান শাসক দলের অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁর বিরুদ্ধে রাজ্যের অন্যতম বিরোধী দল হিসাবে নিজেদের জাহির করা বিজেপি স্থানীয় কোনও প্রার্থীর বদলে উত্তরবঙ্গের নিরঞ্জন রায়কে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করেছে। যিনি একসময়ে রাজ্য কংগ্রেসের অধীর চৌধুরীর ব্যক্তিগত সচিব ছিলেন। অপর দিকে এইবারের নির্বাচনে বেশ খানিকটা পেছনে থেকে শুরু করেছে এই রাজ্যে পোষ্টারে পরিণত হওয়া ভারতের জাতীয় কংগ্রেস এবং তাঁদের প্রিয়  রাজনৈতিক দল সিপিআইএম। সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদী বিরোধী অন্যতম প্রধান বিরোধী মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল তৃণমূল সদস্য ও সমর্থকরা চাইছেন এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনেই তাদের প্রার্থীদের জয়লাভকে নিশ্চিন্ত করতে। আর এই লক্ষে তাঁরা বদ্ধ-পরিকর। এই মূহুর্তে এই রাজ্যের নির্বাচনের প্রচারে তাদের বিরোধী সকল প্রার্থীদের বেশ কয়েক যোজন দূরে ফেলে এগিয়ে রয়েছে সর্বভারতীয় তৃণমূল এর প্রার্থীরা। সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে অর্থাত্‍ আগামী ১৯ মে, ২০১৯ রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র ডায়মণ্ড হারবারে ভোট। ডায়মণ্ড হারবার, ফলতা, সাতগাছি, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, ও মেটিয়াব্রুজ নিয়ে মোট সাতটি বিধানসভা রয়েছে এই কেন্দ্রের অন্তর্গত।

এই কেন্দ্রের অন্তর্গত তৃণমূল সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেলো, তারা ধর্মের নামে অখণ্ড এই ভারতকে তথা এই বাংলাকে কখনোই ভাগ করতে যারা চান তাদের এই বাংলায় কোনও স্থান দিতে রাজি নন। জোরকদমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ইতিমধ্যেই কর্মীসভা, দেওয়াল লিখন ইত্যাদির মাধমে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের প্রিয় প্রার্থীকে এই কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ভোটে জেতাতে মরিয়া। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাম প্রতিদ্বন্দীকে ৭১,২৯৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এক সময়ের বাম দুর্গ বলে খ্যাত ডায়মণ্ড হারবার জুড়ে এখন শুধুই উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, একথা জানলেন এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল সদস্য অমিয় দাস। অমিয় বাবু আশাবাদী এই লোকসভা কেন্দ্রে বিগত বছর গুলিতে যেভাবে উন্নয়নের কাজ হয়েছে তাতে তাদের প্রার্থী এই বছর গতবছরের তুলনায় আরও বেশী সংখক ভোটে জয়লাভ করবেন। অপরদিকে তাঁর কেন্দ্রে নিজের জয়লাভে অনেকটাই আশাবাদী এবং আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মহেশতলার বাটনগরে এক নির্বাচনী কর্মীসভায় অভিষেক বাবু বলেন যে পাঁচ বছরের বিজেপি তো নেহাত শিশু, তারা এই বাংলায় দীর্ঘ ৩৪ বছরের সিপিএমকে গদিচ্যুত করিয়েছেন, আর এখন তো শুধু সময়ের   অপেক্ষা। তিনি বলেন এই রাজ্যে বিজেপি পূর্বের সিপিএমের কায়দায় নোংরা রাজনীতিতে মেতেছে। তিনি আরও বলেন এই দেশের প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অপেক্ষা ২৩ মে’র জন্য।

Exit mobile version