লন্ডন বইমেলায় ভারতীয় প্যাভিলিয়নের

london-bookfairসংবাদদাতাঃ  মঙ্গলবার ১২ই মার্চ, ২০১৯ লন্ডন বইমেলায় ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব বিক্রম সহায় এবং প্রকাশনী বিভাগের মহানির্দেশক সাধনা রাউত। লন্ডন অলিম্পিয়ায় এই বইমেলা চলবে ১৪ই মার্চ পর্যন্ত। এবারের ভারতীয় প্যাভিলিয়নে মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবার্ষিকীর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধীর কর্মকান্ডের বিভিন্ন দিক ডিজিটাল মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, লোক-সংস্কৃতি স্হান পেয়েছে এই প্যাভিলিয়নে।london মহাত্মা গান্ধীর জীবন এবং সময় নিয়ে ডিজিটাল মাধ্যমে মতবিনিময় ছাড়াও ঐক্যের মূর্তি এবং ভারতের অন্যান্য সাফল্যের বিষয়গুলি প্যাভিলিয়নে প্রদর্শিত হয়েছে। প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় সংগৃহিত মহাত্মা গান্ধীর কর্মকান্ডের বিষয়গুলি নিয়ে লন্ডন অলিম্পিয়া একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যুরো অফ আউটরিচ-এর অতিরিক্ত মহানির্দেশক রবি রামা কৃষ্ণ এবং লন্ডনে ভারতীয় দূতাবাসের পদস্হ আধিকারিকরা উপস্হিত ছিলেন।(সৌজন্যে পি.আই.বি., ছবি-গুগুল)

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading