কার্নিভালের মধ্য দিয়ে শেষ হল দুর্গোত্‍সবের

কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রধান উত্‍সব দুর্গোত্‍সবের এই বছরের মত পরিসমাপ্তি ঘটলো বিশাল কার্নিভালের মধ্য দিয়ে। মাতৃপক্ষের সূচনায় সারা কলকাতা মেতে উঠেছিলো মাতৃ আরাধনায়। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ধর্মের ভেদাভেদ ভুলে আপামর জনগণ নিজেদের মেলে ধরেছিলেন যে উত্‍সবে, তার নাম শারদীয়া উত্‍সব। কলকাতার শারদীয়া উত্‍সবের পরিসমাপ্তি ঘটলো আজ ২৩ অক্টোবর সন্ধ্যায়। কলকাতার রেড রোডে আয়োজিত পূজা কার্নিভাল এই বছর তৃতীয় বর্ষে। তৃতীয় বর্ষের কার্নিভালে সাক্ষী হয়ে রইল সারা বিশ্ব। বিশ্বের নানান দেশ থেকে আগত অতিথিরা জমিয়ে উপভোগ করলেন এই বারের পূজা কার্নিভাল। কার্নিভাল উপলক্ষে রেড রোড সেজে উঠেছিল বাংলার ঐতিহ্যে, সংস্কৃতিতে। এই বারের নিরঞ্জন কার্নিভালে কলকাতা, ২৪-পরগণা ও হাওড়ার মোট ৭৫টি সর্বজনীন পুজো অংশ নিয়েছিল। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই দুর্গা নিরঞ্জন কার্নিভাল। ঠিক বিকাল ৪-৩০ মিনিটে মুখ্যমন্ত্রীর রেড রোডে আগমনের সঙ্গে সঙ্গে শুভ সূচনা হয় এই বছরের কার্নিভালের। বিদেশী অতিথিদের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রী, রাজ্যের মন্ত্রী সহ জনসমাগমে চাঁদের হাট বসেছিলো রেড রোডে। এই বাংলা তথা কলকাতার পর্যটন মুকুটে নতুন যোগ এই পুজো কার্নিভাল একথা সহজেই বলা যায়।

আমাদের ক্যামেরায় ধরা পড়া কার্নিভালের কিছু মুহূর্ত-

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading