"নাচ " শরীর ও মন কে ভাল রাখে

শরীর ও মনের চাপ কমাতে নাচের বিকল্প খুঁজে পাওয়া ভার। নাচই পারে আজকের ব্যস্ততম জীবনে প্রতিদিনের চাপ কমিয়ে মানসিক ও শারীরিক ভাবে তরতাজা করে তুলতে। গত ৮ অক্টোবর কলকাতা বিড়লা তারামন্ডলের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিশিষ্ট ডান্স থেরাপিষ্ট নুপুর মুখার্জী । শ্রীমতি মুখার্জী তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে এই বিষয়ে আলোকপাত করেন। মূলত তিনি বিশেষ শিশুদের নিয়ে এই কাজ বহুদিন ধরে করে চলেছেন। নৃত্যগুরু থাঙ্কুমুনি কুট্টির সুযোগ্যা শিষ্যা বিশিষ্ট নৃত্য শিল্পী ও চিত্রপরিচালক উর্মি চক্রবর্তী নাচের উপযোগিতা সম্পর্কে তার মতামত সকলের সামনে তুলে ধরেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading