Site icon Sambad Pratikhan

বিদেশী পর্যটকদের জন্য খুলে গেল উত্তর-পূর্ব ভারতের ৩টি রাজ্যের দরজা

Advertisements

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে পর্যটকদের জন্য উত্তর-পূর্ব ভারতের প্রান্তিক রাজ্যগুলি যথাক্রমে মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড ভ্রমণে প্রোটেক্টেড এরিয়া পারমিট (পি.এ.পি.) বা সুরক্ষিত এলাকায় প্রবেশাধিকারে যাবতীয় বাধা নিষেধ তুলে নিলো। এর ফলে বিদেশী পর্যটকর সহজেই ভারতবর্ষের এই সকল রাজ্যগুলিতে তাদের ভ্রমণের স্বপ্নপূরণে সক্ষম হবে। ১৯৫৮ সালের সুরক্ষিত এলাকা আইনে আমাদের দেশের যে সকল স্থান আন্তর্জাতিক সীমানা বরাবর অবস্থান করছে সেই রাজ্যগুলিতে বিদেশীদের প্রবেশাধিকার ছিল পুরোপুরি নিষিদ্ধ। দীর্ঘ ৬ দশক পরে এই নিষেধাজ্ঞা তুলে নেবার ফলে আশা করা যায় আগামীতে এই সকল রাজ্যগুলিতে বিদেশী পর্যটকদের সংখ্যা অনেকাংশেই বাড়বে। সংবাদে আরও প্রকাশ পাকিস্তান, আফগানিস্থান ও চিনের পর্যটকদের ওপর এখনও বহাল থাকছে এই নিষেধাজ্ঞা।

Exit mobile version