সোনার জগদ্ধাত্রী মুর্তি চুরি যাওয়ায় ঘটে পটে পুজো হয়ে আসছে ২০০ বছর অতিক্রান্ত বোসেদের ঘটে পটে জগদ্বাত্রী পুজো

২০০ বছর পেরিয়েও পুজোর পুরাতনী গন্ধ বজায় রেখে আজও উমা হৈমবতীর আরাধনা চলে সকল ঐতিহ্য মেনেস্থানীয় এলাকায় ‘বোসেদের ঘটে পটে জগদ্বাত্রী পুজো’ নামে খ্যাত হুগলির গুড়াপের বসু বাড়ির এই পুজো নিয়ে লিখলেন

কিশলয় মুখোপাধ্যায়

হুগলি জেলার বর্ধিষ্ণু গ্রাম গুড়াপ, সময়কাল তখন ১২০৯ বঙ্গাব্দ। গুড়াপের বসু বাড়িতে অষ্টধাতুর সোনার জগদ্ধাত্রী মা অধিষ্ঠিত। সেই সময় বাড়ির কর্তা সীতানাথ বসু। তাঁর সময়ে, একবছর এই সোনার মুর্তি ও পাথরের ঘটটি চুরি যায়। তবে ঘটটি নিয়ে যেতে পারেনি ডাকাত দল। এই সময় বিষন্ন ও ক্রন্দনরত সীতানাথ বসু পুনরায় অষ্টধাতুর মুর্তি গড়ার পরিকল্পনা করলে তিনি দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেলেন। পাশের মোড়লদত্তা নামক পুকুরে সিঁদূর মাখা নোয়াজড়ানো সেই পাথরের ঘটটি পাওয়া যায়। সেই ঘটটি পুনরায় স্থাপন করলেন। বসু বাড়ির জগদ্বাত্রী মা’য়ের আরো আদেশ ছিল যে বসত ভিটেতে কোনদিন মুর্তি আনা যাবেনা। সেই থেকে জগদ্বাত্রী দেবীর পটচিত্র ও ঘটে পুজিত হয়ে আসছে যা গুড়াপে স্থানীয় ‘বোসেদের ঘটে পটে জগদ্বাত্রী পুজো’ নামে পরিচিত। এই পুজো শুরু করেছিলেন সীতানাথ বসুর প্রপিতামহ কৃষ্ণমোহন বসু। তৎকালীন সমগ্র ধনিয়াখালি অঞ্চলে একমাত্র সোনার জগদ্ধাত্রী মুর্তি ছিল এই বসু বাড়িতেই।

কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে হয় জগদ্ধাত্রী পুজো। আর এই তিথিতেই শুরু হয়েছিল ত্রেতা যুগ। সত্যযুগ শুরু হয়েছিল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথির দিন। জন্মাষ্টমী তিথিতে সূচনা হয়েছিল দ্বাপর যুগ আর কলি যুগের সূচনা হয়েছিল মাঘীপূর্ণীমার তিথির দিন। নবমী তিথিতে বসু বাড়ির দেবী জগদ্ধাত্রী পুজো হয় আর এই পুজো একদিনের। নবমীর দিন ভোর বেলায় সেই পাথরের ঘটটিকে মোড়লদত্তা নামক জলাশয়ে স্নান করিয়ে এই পুজো শুরু হয়। এরপর পঞ্জিকা মতে প্রথমে সপ্তমী পুজো তারপর অষ্টমী পুজো, সন্ধিপুজো ও নবমী পুজো হয়। এরপর হয় আরতী, পুষ্পাঞ্জলী, ধুনো পোড়ানো। এরপর হোম যজ্ঞ করে পুজো সমাপ্তি হয়। যেহেতু প্রতিষ্ঠিত ঘট তাই এই বাড়ির পুজোয় দশমী ও বিসর্জন নেই। কুমারী পুজোর প্রথা রয়েছে। কুমারী পুজো হয় আরতী হবার পর।

উপনিষদে দেবী জগদ্ধাত্রীকে বলা হয়েছে উমা হৈমবতী। আর মার্কেণ্ডয় পুরাণে দুর্গা ও জগদ্ধাত্রী এক । বসু বাড়ির উমা হৈমবতী দেবী পুজোর সূচনাকাল থেকে বলিপ্রথা রয়েছে। সপ্তমী পুজোয় কলা, অষ্টমী পুজোয় লেবু আর সন্ধি পুজোয় ছাগ বলি, ছাঁচিকুমড়ো ও আখ বলি হয়। বসু বাড়ি সূচনাকাল থেকে আজ পর্যন্ত একই রীতিতে দেবী জগদ্ধাত্রীকে আরাধনা করে আসছে। এই প্রাচীন পুজোয় রয়েছে ঐতিহ্য, রয়েছে পুজোর পুরাতনী গন্ধ।

%d bloggers like this: