বিশ্বকাপের ওপর পা তুলে বিতর্কে মার্শ

সুগত মুখোপাধ্যায়: বিশ্বকাপ জয়ের চব্বিশ ঘন্টা কাটার আগেই বিতর্কে অজি ক্রিকেটার মিচেল মার্শ। যা ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত,  ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ট্রফি জিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফিরে উচ্ছ্বাসে মাতেন অজি ক্রিকেটাররা। ইন্সটাগ্রামে এই নিয়ে ছবিও পোস্ট করেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। তাতে দেখা যায়, চেয়ারে গা এলিয়ে দিয়ে সদ্য বিশ্বকাপ ট্রফিটির ওপর পা তুলে রেখেছেন মার্শ। আর এই নিয়ে সোরগোল শুরু হয়ে যায় ক্রিকেট ফ্যানেদের মধ্যে। ছবিটি ভাইরাল হতেই অস্বস্তিতে অস্ট্রেলিয়া দল। যে ট্রফিটি জয়ের জন্য গত দেড় মাস ধরে সব দলগুলি ঝাঁপিয়েছিল ,সেই ট্রফিটির মর্যাদায় আঘাত হানা হয়েছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ট্রফিতে পা রাখা নিয়ে আইসিসি-র কোন নির্দিষ্ট কোড অফ কনডাক্ট নেই। তাই ট্রফি জিতে সাত খুন মাপ হয়ে গেল মার্শদের। সোমবারই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল দেশে ফিরলো।

%d bloggers like this: