প্রয়াস হৈমন্তিক সম্মান উপলক্ষে রিষড়ায় আসছেন মীরাক্কেল খ্যাত কৌতুকভিনেতা পলাশ অধিকারী ও বিশিষ্টরা

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার জগদ্ধাত্রী পুজোর মানচিত্রে এই মূহুর্তে নিজেদের জায়গা করে নিয়েছে এই জেলার শিল্পাঞ্চল রিষড়ার জগদ্ধাত্রী পুজোগুলি। রিষড়ার এই জগদ্ধাত্রী উত্‍সবকে কেন্দ্র করে যুদ্ধকালীন ব্যস্ততায় সকল পুজো কমিটিগুলি নিজেদের সেরা তুলে ধরতে সচেষ্ট। আর এইসকল কর্মকাণ্ডের মধ্যে সেরা পুজো বাছাই এর প্রতিযোগিতায় নেমে পড়েছে বেশ কিছু সংগঠন। তবুও কিছু সংগঠন একটু হলেও নিজেদের আলাদা করে চিনিয়ে দিতে বদ্ধপরিকর। বয়সে নবীন হলেও অভিজ্ঞতার ঝুলি যদি ভরা থাকে তাহলে সহজেই ভিড়ের মাঝে নিজেদের স্থান করে নিতে অসুবিধা হয় না।

এমনিই এক সংগঠন রিষড়ার প্রয়াস সাংস্কৃতিক সংগঠন। যাঁরা গত বছর থেকে শুরু করেছে রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রয়াস হৈমন্তিক সম্মান। প্রয়াস সাংস্কৃতিক সংগঠন মূলত নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে বাংলার অন্যতম শিল্পকলা নাট্যচর্চাকে প্রাধান্য দেওয়া ও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের পরিচয় আপামর রিষড়াবাসীর সামনে তুলে ধরেছে।

এই সংগঠনের অন্যতম প্রাণপুরুষ দেবারূপ মুখোপাধ্যায় জানালেন, তাঁরা ঐতিহ্যপূর্ণ রিষড়া শহরের জগদ্ধাত্রী পুজোয় পূর্ব ও পশ্চিমপাড়ের পুজো কমিটিগুলিকে উৎসাহিত করার এবং ভালো পুজোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এইসম্মান প্রদান শুরু করেছেন।

তাঁদের এই বছরের প্রয়াস হৈমন্তিক সম্মানের সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা মণ্ডপসজ্জা, সেরা পরিবেশ ও সেরা ভাবনা এবং সেরার সেরা বিভাগের পুজোগুলিকে বেছে নেবার জন্য আগামী ২১ নভেম্বর রাতে রিষড়া শহরে উপস্থিত থাকছেন মীরাক্কেল খ্যাত কৌতুকাভিনেতা পলাশ অধিকারী, বিশিষ্ট বাচিকশিল্পী ও নাট্যকার কাজল সুর, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অরুণাভ খাসনবীশ, শ্রীরামপুর মহিলা থানার অফিসার ইন চার্জ শ্রীমতী দীপাশ্রী সেনগুপ্ত।

তিনি আরও জানালেন, এই বছর তাঁরা নির্বাচিত সেরা পুজোর কমিটিদের হাতে সম্মান তুলে দেবেন রিষড়া শিশুতীর্থ শিক্ষায়ন স্কুল মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২২ নভেম্বর, ২০২৩, বুধবার। রিষড়ার প্রয়াস সাংস্কৃতিক সংগঠনের এই প্রয়াসে অন্যতম মিডিয়া সহযোগী থাকছি আমরা অর্থাত্‍ সংবাদ প্রতিখন।

%d bloggers like this: