সাতে সাত- সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে কাল শহরে কোহলিরা,৫ উইকেট নিয়ে শীর্ষে সামি

সুগত মুখোপাধ্যায়: সাতে সাত করে বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতের টিম ইন্ডিয়া। আরব সাগরের তীরে শ্রীলঙ্কাকে ৩০২ রানে ভাসিয়ে দিয়ে শুক্রবার শহরে পা রাখছেন কোহলিরা। তাই ৫ নভেম্বর ইডেনে ঝড়ের পূর্বাভাস দিয়ে রাখলেন শ্রেয়স আয়ার, শুভমন গিলরা। একইসঙ্গে এই ম্যাচে ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে শীর্ষে পৌঁছলেন মহম্মদ সামি। জাহির খান ও জভাগল শ্রীনাথকে পিছনে ফেলে মোট ৪৫ উইকেট নিয়ে শীর্ষে এখন বাংলার বাঘ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে এবার বল হাতে আগুন ঝড়াতে চান তিনি। তাই ম্যাচের সেরার পুরষ্কার হাতে সামি বলে গেলেন, এই ধারাবাহিকতা ধরে রেখেই রবিবার ইডেনে নামতে চান তিনি। আর তাই রবিবারের ম্যাচের ৪৮ ঘন্টা আগে ইডেন ম্যাচের টিকিট হয়ে উঠেছে ডুমুরের ফুল। ১়৫০০ টাকা মূল্যের টিকিটের কালোবাজারিতে দাম উঠেছে দশ হাজার টাকা।

আরব সাগরের তীরে চিন মিউজিক দেখালেন ত্রয়ী ভারতীয় পেসার। আসলে ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন গিল, কোহলিরা। যদিও শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে চাপে রাখতে চেয়েছিল। ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মা (৪ রান) ফিরে গেলে যে হাসিটা লঙ্কার ক্রিকেটারদের মুখে দেখা গেছিল তা সন্ধ্যায় যে এইভাবে মিলিয়ে যাবে কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। দ্বিতীয় উইকেটে গিল ও কোহলি ১৮৯ রান যোগ করতেই চিত্রপট পাল্টাতে শুরু করে। যখন সবাই ধরে নিয়েছিলেন ওয়াংখেড়ের বক্সে বসা সচিনের সামনে আবারো একটা সেঞ্চুরি হাঁকিয়ে ৪৯ টি শতরান করে নতুন র্কীতি গড়বেন কোহলি তখনই নেমে এল নিঃস্তব্ধতা। ৯৪ বলে ৮৮ রান করে মুম্বাইয়ে থামলেন কোহলি। কিন্তু মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হল ওপেনার শুভমন গিলের। ৯২ বলে দুটি ছয় ও ১১ টি চারের সাহায্যে ৯২ রান করে ফিরলেন গিল। আর ঘরের মাঠে ইংল্যান্ড ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ৫৬ বলে ঝোড়ো ছটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৮২ রানের ইনিংস খেলে বোলারদের কাজটা হাল্কা করে দিয়েছিলেন শ্রেয়স আয়ার। তাই ৫০ ওভারে ৮ উইকেটে পাহাড়প্রমাণ ৩৫৭ রান করে টিম ইন্ডিয়া।

 

তাই বল হাতে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দেখা গেল বুমরাহ-সিরিজকে। শ্রীলঙ্কা ইনিংসের প্রথম বল থেকেই কাঁপতে শুরু করে। বুমরাহ যেমন ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন ঠিক তেমনই সিরিজ বল হাতে নিয়ে প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়ে জয়ের চিত্রনাট্য লিখে দেন। এরপর বল হাতে সামির চিন মিউজিক। আর তাতেই ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল শ্রীলংকার ইনিংস । আর ৭ তে সাত করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেন কোহলিরা। ১৪ ইনিংসে ৪৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের শীর্ষ উইকেট শিকারী হিসেবে নিজেকে মেলে ধরলেন সামি। এখন রবিবার ইডেনে দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের টিম ইন্ডিয়া কীভাবে ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের মেলে ধরে এখন সেটাই দেখার।

 

 

%d bloggers like this: