টানা পাঁচ ম্যাচ জয় ভারতের

সুগত মুখোপাধ্যায়: অষ্টমীর রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে উড়িয়ে জয়ের ধারা অব্যহত রাখলো টিম ইন্ডিয়া। যার ফলে টানা পঞ্চম ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে পৌঁছলো রোহিত বাহিনী। রবিবার ধর্মশালায় আবার নিজেদের মেলে ধরলেন কোহলিরা। আর বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বদলে প্রথম একাদশে ফিরে নিজের পায়ের তলার জমি আরও শক্ত করলেন মহম্মদ শামি। ৫৪ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন শামি। তবে মাত্র পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া হল বিরাটের।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তটা যে ভুল ছিল না তা বুঝিয়ে দেন ভারতীয় বোলররা। ১৯ রানের মধ্যে দুই কিউই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে দিয়ে শুরুটা ভালোই করছিলেন রোহিতরা। কিন্তু রাশ একটু হাল্কা দিতেই কিউইরা ঘুরে দাঁড়ায়। ডারেল মিচেল ও রচিন রবীন্দ্রা তৃতীয় উইকেটে ১৫৯ রান যোগ করে দলের ভিত মজবুত করে তোলেন। রবীন্দ্রা ৭৫ রান করে ফিরলেও রাচেলকে আটকাতে কালঘাম ঝড়াতে হল শামিদের। তাই ১২৭ বলে ১৩০ রানের অনবদ্য একটি ইনিংস খেলে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন তিনি। শেষপর্যন্ত শামি দুজনকেই ফিরিয়ে দিয়ে মিডিল অর্ডারকে আটকে দেন। শামি ৫ উইকেট ছাড়াও কুলদীপ যাদব পেলেন দুই উইকেট।বুমরাহ ও সিরাজ পেলেন একটি করে উইকেট। যদিও পুরো ৫০ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান করে ম্যাচ জমিয়ে দেয়।

রান তাড়া করতে নেমে রোহিত শর্মা (৪৬) ও শুভমান গিল (২৬) শুরুটা ভালোই করেন। কিন্তু ৫ রানের ব্যবধানে ভারত দুই ওপেনারের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে গেলেও দলকে চাপমুক্ত করলেন সেই ‘.বিরাট।’শ্রেয়স আয়ার (৩৩) লোকেশ রাহুল (২৭) ও রবীন্দ্র জাদেজাক ( অপরাজিত ৩৯) নিয়ে দলকে নবরাত্রির উপহার তুলে দিলেন। কোহলি ১০৪ বলে আটটি চার ও দুটি ছয়ের সাহায্যে যখন ৯৫ রান করে ফিরলেন তখন ভারতের জয়ের ঠিকানা লেখা হয়ে গেছিল। তাই দুই ওভার বাকি থাকতেই টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। আর বিশ্বকাপে প্রথম ম্যাচে দলে ফিরে পাঁচ উইকেট তুলে নিয়ে নির্বাচকদের চাপ বাড়িয়ে দিয়ে গেলেন মহম্মদ শামি।

%d bloggers like this: