বাংলাদেশকে জেতার জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা দিল আফগানরা

ক্রীড়া সংবাদদাতা, ধর্মশালা: চলছে ক্রিকেটের মহারণ বিশ্বকাপ (এক দিবসীয়)। এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ভারত এককভাবে এই প্রতিযোগিতার আসর পরিচালনার সুযোগ পেয়েছে। এই বারের বিশ্বকাপের ক্রীড়াসুচি অনুযায়ী ইতিমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে দুটি ম্যাচ। আজ ৭ অক্টোবর রয়েছে ডাবল দৈরথ। প্রথম ম্যাচে হিমাচলপ্রদেশের ধর্মশালায় আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলতে সমর্থ হয়। যদিও আজ আফগানিস্তানের  দুই প্রারম্ভিক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান শুরুটা করেছিলেন ভালোই। আফগানদের পক্ষে সর্বোচ্চ রান করেন রহমানউল্লাহ গুরবাজ, ৬২ বল খেলে ৪টি চার ও ১ টি ছয়ের মধ্যমে তিনি করেন ৪৭ রান। বাংলাদেশের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট দখল করেন।

ইতিমধ্যে গতকালে খেলায় ১৯৯২ এর বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান তাঁদের প্রথম খেলায় হেলায় হারায় নেদারল্যান্ডকে। গতকাল টসে জিতে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেও পাকিস্তান ৪১ রানে জয়ী হয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৮৬ রান তোলে ৪৯ ওভারে। ততক্ষনে ১০ উইকেট খুইয়ে পাকিস্তান অলআউট। পাকিস্তানের মহম্মদ রিওয়াজ ও সাকিল ৬৮ রান করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক আরেকটু হলে হ্যাট্রিকের সাক্ষী থাকত। ডাচ বোলার বাস দে লিডি পর পর দুটি উইকেট নিলেও হ্যাট্রিক হলোনা। প্রসঙ্গত উল্লেখযোগ্য বাস দে লিডির বাবা নেদারল্যান্ডের হয়ে ১৯৯৬, ২০০৩ আর ২০০৭ বিশ্বকাপ খেলেন। ২০০৩ বিশ্বকাপে গ্রুপের খেলায় ভারতের বিরুদ্ধে ৪ উইকেট নিয়িছিলেন যার মধ্যে শচীনেরও উইকেট ছিল। টিম দে লিডি ম্যান অফ দি ম্যাচ হলেও ভারত ম্যাচটি জেতে। পাকিস্তান নেদারল্যান্ডের খেলায় ডাচেদের হয়ে প্রথম বল করতে আসেন স্পিনার আর্য দত্ত। এরপর নেদারল্যান্ড ব্যাট করতে নেমে ৪১ ওভার খেলে ২০৫ রান তোলে এবং সব উইকেট হারায়।

আজ অন্য খেলায় আর কিছুক্ষণ পরেই নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।

%d bloggers like this: