ক্রীড়া সংবাদদাতা, আমেদাবাদ : ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নাস্তানবুদ করে জয় ছিনিয়ে নিলো গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। নির্দিষ্ট ৫০ ওভারের মধ্যে ১৩ ওভার ৪ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেট হারিয়ে এই জয় হাসিল করে নিউজিল্যান্ড। এদিন টসে জীয়য়ে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে আমন্ত্রন জানায় কিউই অধিনায়ক টম ল্যাথাম। ইংল্যাণ্ডের হয়ে উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৪০ রান করেন ইংল্যাণ্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো আর ডেভিড মালান। ইংল্যাণ্ডের ইনিংস শেষ হয় ২৮২ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় কিউই শিবির। তাঁদের ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ১০ রানের মাথায় শূন্য রানে ফিরে যান উইল ইয়ং।
প্রমোশন পেয়ে আগে ব্যাট করতে আসা কিউই ব্যাটার রাচিন রাবিন্দ্র ও ব্যাটার ডেভন কনওয়ের যুগ্ম ধুয়াধার ব্যাটিং এর দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। দ্বিতীয় উইকেটে ২১১ বলে ২৭৪ রানের বিধ্বংসী জুটিতে কিউইদের ম্যাচ জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কনওয়ে আর রাবিন্দ্র। দুই কিউই ব্যাটার ডেভন কনওয়ে ১২১ বলে ১৫২ রান করে ও রাচিন রাবিন্দ্র মাত্র ৯৬ বলে ১২৩ রানের অসাধারণ ইংনিস উপহার দেন ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।
উল্লেখ করা যায়, এবারের বিশ্বকাপের আসর একক ভাবে পরিচালনা করছে ভারত। যদিও এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হবার জন্য ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। এর সঙ্গে সঙ্গে কিছুটা হলেও নিষ্প্রভ লেগেছে বিশ্বকাপের মত আসরের প্রথম ম্যাচে বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্ স্টেডিয়ামে কোন এক অজ্ঞাত কারণে দর্শকাসন প্রায় খালি রেখেই ম্যাচ সংগঠন করা দেখে। এই বিষয় নিয়েও রীতিমত সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।