অবনীন্দ্র সভাগৃহে প্রকাশিত হলো অন্তরা সিংহরায় গল্পের বই “উজ্জীবন ”

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি অবনীন্দ্র সভাগৃহে প্রকাশ পেলো পশ্চিম বর্ধমানের কবি ও লেখিকা অন্তরা সিংহরায়ের গল্পের বই “উজ্জীবন”। এদিনের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল আগমনী কবিতা কার্নিভাল, “ধর্ম নিয়ে বিভাজন ভুলে উৎসব হোক ঘরে ঘরে”।

এদিনের অনুষ্ঠানে আরো দুটি বই প্রকাশিত হয় কবি নরেন্দ্রনাথ সেনগুপ্তের “আমার দুর্গা”, কবি রঞ্জিত মুখার্জীর “অস্তরাগ”। উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি সজল কুমার নাথ, এই বাংলার কবি কেশবরঞ্জন, কবি পিনাকি রায়, আবৃত্তি শিল্পী ডঃ  দ্যুতি দত্তগুপ্ত, ডালিয়া বসু সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

%d bloggers like this: