বুমোস ত্রাতা বাগানের

সুগত মুখোপাধ্যায়: আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচ জিতল মোহনবাগান এফ সি। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখলেন হুগো বুমোস, লিস্টন কোলাসোরা। বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সুনীলহীন বেঙ্গালুরু এফসিকে মোহনবাগান হারাল ১-০ গোলে। খেলার ৬৬ মিনিটে সবুজ-মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেন হুগো বুমোস।

ম্যাচের শুরুটা অবশ্য ভাল করেছিল বেঙ্গালুরুই। প্রথম কয়েক মিনিটে দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিল গতবারের রানার্স-আপরা। কিন্তু বিশাল কাইথের দুর্গ ভেদ করতে পারেনি বেঙ্গালুরুর ফরোয়ার্ডরা। প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে সবুজ মেরুন ব্রিগেড। একের পর এক আক্রমণ শানাতে থাকলেও পেত্রাতোস, কামিন্স, মনবীররা বিরতির আগে পর্যন্ত গোলের রাস্তা খুলতে পারেননি। গুরপ্রীতের কাছে আটকে যান  বাগান স্ট্রাইকাররা।

দ্বিতীয়ার্ধেও অবশ্য ফেরান্দোর ছেলেরা গোলের সন্ধান পেতে চেষ্টা করতে থাকে । একের পর এক আক্রমণ সানালেও বেঙ্গালুরুর রক্ষণের কাছে আটকে যায় সবুজ মেরুন ব্রিগেড। শেষপর্যন্ত সুফল মোহনবাগান পেল খেলার ৬৬ মিনিটে। জ্যাসন কমিন্সের বাড়ান পাস থেকে জয়সূচক গোলটি করে সবুজ-মেরুনকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিলেন বুমোস । গোলের পরও আক্রমণের গতি কমায়নি মোহনবাগান। সবুজ-মেরুনের আক্রমণ রুখতে গিয়েই ৭৫ মিনিটে লালকার্ড দেখলেন বেঙ্গালুরুর সুরেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি লালকার্ড দেখেন রোশন।

%d bloggers like this: