নিজস্ব সংবাদদাতা: ভারতবর্ষের নবজগরণের অন্যতম পথিকৃৎ, বাংলা গদ্যের জনক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখল হুগলি জেলার রিষড়া পৌরসভা, পৌরসভার ২১ নং ওয়ার্ডে বিদ্যাসাগরের নামাঙ্কিত একটি শিশুউদ্যানের শুভ উদ্বোধন করে।
এর সঙ্গে সঙ্গে জনমানসে বিদ্যাসাগরের ভাবধারা ছড়িয়ে দিতে ও আগামী প্রজন্মদের বিদ্যাসাগরকে পরিচয় করিয়ে দিতে ও বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করে এই শিশু উদ্যানে উদ্বোধন করা হয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মর্মর মূর্তিও।
শিশু উদ্যান ও বিদ্যাসাগরের আবক্ষ মর্মর মূর্তির উদ্বোধন করেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। উপস্থিত ছিলেন ওই পৌরসভার উপ-পৌরপ্রধান জনাব জাহিদ হাসান খান সহ ২১ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ রিষড়া পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতাগণ।