নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার রিষড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডে উদ্বোধন হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র শিশু ভারতী সু স্বাস্থ্য কেন্দ্র।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, রিষড়া পৌরসভার উপ-পৌরপ্রধান জাহিদ হাসান খান, রিষড়া পৌরসভার কাউন্সিলার সন্ধ্যা দাস, মনোজ সিং, বিজেতা দেওটিয়া সহ ওই ওয়ার্ডের কাউন্সিলার মুক্তি ব্যানার্জী সহ রিষড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার ও হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক হর্ষ প্রসাদ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের সঙ্গে সঙ্গে উদ্বোধন করে হয় এই ওয়ার্ডের বি এন সি পাকড়াশি লেনের নবনির্মিত রাস্তারও অনুষ্ঠানিক উজদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণও করে হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চে কেক কেটে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র’র জন্মদিন পালন করে হয়।
ছবি: জয়দেব