বিশেষ সংবাদদাতা: সিকিমের অধিবাসী ছাড়া আরও কেউই লিজ বা ভাড়ায় সিকিমে কোনও হোম স্টে ব্যবসা চলতে পারবেন না। গতকাল এই বিষয়ে সিকিম সরকারের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তরের অতিরিক্ত সচিব এক বিজ্ঞপ্তি জারি করের ঘোষণা করেছেন, এখন থেকে সিকিমের কোনও হোম স্টে মালিক তাঁদের হোম স্টে আর ভাড়ায় বা লিজে অন্যকে চালাতে দিতে পারবেন না।
স্বভাবতই এই নির্দেশ জারির ফলে রীতিমত অসুবিধায় পড়লেন এই বাংলার বেশ কিছু পর্যটন ব্যবসায়ী, যাঁরা সিকিমে হোম স্টে লিজ নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। আবার কোনও কোনও পর্যটন সংস্থার মতে সিকিম সরকারের এই পদক্ষেপ সঠিক পদক্ষেপ। কারণ এতে করে হোম স্টে ধারণার পরিবর্তণ হয়ে পড়ছিল। আমাদের রাজ্যেও বিশেষ করে উত্তরবঙ্গের নানা প্রান্তে রয়েছে প্রচুর হোম স্টে যেগুলি চলছে লিজে, সেই বিষয়ে তাঁদের প্রশ্ন এই রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।