সুফল তর্কালঙ্কার: প্রবীণ সাংবাদিক সুমিত দাঁর লেখা ডন স্মিথের শেষ চিঠি শীর্ষক বইটি পড়ে মুগ্ধ হতেই হয়। বইটি প্রথম পর্বে চিঠির আঙ্গিকে লেখা হলেও ব্যক্তি জীবনের যে ছবি লেখক এখানে তুলে ধরেছেন তা শুধুমাত্র জীবন সংগ্রামের গল্পই নয়, ভালোবাসার অকপট স্বীকারোক্তিকে যেভাবে সাবলিল ছন্দে উপস্থাপন করেছেন তিনি তা সত্যিই বর্ণনাতীত।
বিশেষ করে লেখার মধ্যে ছোট ছোট কবিতার অংশগুলি এতটাই মর্মস্পর্শী যে পাঠকের হৃদয়কে দোলা দিয়ে যায়। যেমন-“নিছক লেখা লিখছিনা ভাই এবার কঠিন বজ্র ঘোর, দুঃখে যদি ছন্দ থাকে চাইনা এমন সুখের ভোর”। কি ভয়ঙ্কর তেজদীপ্ত, আবেগ মুক্ত উক্তি। সত্যিই চিঠির মধ্যে আংশিক কবিতাগুলির পরখে পরখে যেন হৃদয় নিসৃতঃ অবগাহন। এ শুধু চিঠিই নয় এক জন মানুষের জীবনের গল্প বললেও অত্যুক্তি করা হবে না। বইটির দ্বিতীয় পর্বে “কবিতার নির্জন দুপুরে”- কবিতার প্রতিটি ছত্রেই এক অনাবিল শব্দের ভাস্কর্য্য কবিতা মনস্ক ব্যক্তিদের মুগ্ধ করবেই। “বৃষ্টি ফোঁটায় ভিজুক আমার বাইশ বছর”, এই কবিতাটিতে প্রেম-বিরহ এবং আলাপচারিতার যে ব্যাঞ্জনাময় অভিব্যক্তির স্মৃতিচারণ তা একমাত্র কবিই জানেন ভালোবাসার অনুভূতি কতটা স্পর্শকাতর হতে পারে।
কতটা গভীর হলে বাইশ বছরের সব হাহাকার একসাথে মিলে মিশে স্মৃতির আধার তৈরী করতে পারে। এই কবিতাটি তারই জলন্ত উদাহরণ বলা যায়। আর ‘মা’ কবিতাটিতে কবির আক্ষেপের যেন অন্ত নেই। শব-যাত্রা কালে মায়ের চরন ছোঁয়া কান্না তাঁকে ব্যাথার সায়রে ভাসিয়ে নিয়ে যায়।
“কেন কেড়ে নিয়ে যায় চৈত্রের খরতাপ শব-যাত্রা-কাল?
কেনই বা দেখালে অন্ধকার গর্ভচেরা আর্তনাদী আলোর সন্ধান?
বেশ তো ছিলাম রক্ত নাড়ীতে মিশে”।
এ এক ভয়ঙ্কর সত্যের উপস্থাপন। কবিতাটি দীর্ঘ হলেও জীবনের সব রূপ-রস-গন্ধ বর্ণকে নিঙড়ে তার সবটুকু নির্যাস গ্রহন করতে চেয়েছেন কবি। বাকি কবিতাগুলির নির্মান ভঙ্গি সৌন্দর্য্যময়তার আবেশ সৃষ্টি করে। এক কথায় এই বইটি যুগল-বন্দির এক অভূতপূর্ব সমন্বয়। অনর্গল যে বহ্নিদাহে পুড়েছে শরীর, মন, আকাঙ্খিত প্রার্থনা যত, ঝন্-ঝন্ শব্দে যখন ভেঙ্গে পড়ে নির্লিপ্ত বেঁচে থাকা ঠিক তখনই পদ্ম-পাতায় জমে থাকা জলবিন্দুতে ফুটে ওঠে প্রাচীন সকাল। ভাঙ্গাচোরা সুখ-দুঃখের কাতর সময়, নিরন্তর ছুঁতে চায় মন কবির কলমে। বিশীর্ণ নদীর কাছে চেয়ো নাকো ঢেউ, যদি না সাগর আসে নদীর কিনারে। সময় আর অসময়ের মধ্যে দিয়ে ছুটে যাওয়া জীবনের অসংখ্য মূহূর্ত গুলোকে লেখক তার উজ্জ্বল আলোর বর্নমালায় প্রতিভাসিত করেছেন খুব নিপুন ভাবে। চিঠি-পত্রের মধ্যে জমে থাকা অভিমান যা কিছু গোপন অভিলাষ প্রতিটি শব্দের মধ্যেই বিভাসিত হয়েছে লেখার প্রতিটি ছত্রে। কবিতায়, বাস্তব জীবনের ফাঁকে ফাঁকে প্রকৃতির সঙ্গে নিজের যে আত্মিক সম্পর্ক স্থাপনের প্রেক্ষাপট রচনা করেছেন কবি তা এক কথায় অনবদ্য। কবি, সাংবাদিক সুমিত দাঁর এই গ্রন্থ ‘ডন স্মিথের শেষ চিঠি’ বাংলা সাহিত্যের অঙ্গনে এক অনন্য নজির রেখে যাবে তা বলাই যায়।
ডন স্মিথের শেষ চিঠি
লেখক – সুমিত দাঁ
প্রকাশনা : বি.ডি.প্রিন্টিং এন্ড পাবলিশার্স
মূল্য : ১০০ টাকা