শিশুবান্ধব বিদ্যালয় উদ্বোধন হাওড়ার আমতায়

অভিজিৎ হাজরা,হাওড়া : হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের অন্তর্গত ধাঁইপুর গ্ৰামে উদ্বোধন এক শিশু বান্ধব স্কুল। দেশ বিদেশে উচ্চ প্রশংসিত যে স্কুলের মূল উদ্দেশ্য আধুনিক ও উন্নত সরাঞ্জামের মাধ্যমে শিশুদের শিক্ষিত করে তোলা।পর্ণা সাহার উদ্বোধন সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন  করেন বর্ষীয়ান শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন ও বিদ্যালয় ভবনের দ্বারোদঘাটন করেন পশ্চিমবঙ্গ পুলিশের আইপিএস, ডিআইজি সুখেন্দু হীরা, শিক্ষাবিদ ও প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস ও আমতা থানার ওসি অজয় কুমার সিং।

স্বাগত ভাষণে কর্ণধার বনমালী পাত্র বলেন, আজ আমার স্বপ্ন পূর্ণ  হলো, প্রান্তিক গ্ৰামের শিশুরা উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত শিক্ষার আলো দেখুক এটাই আমার মূল উদ্দেশ্য। বনমালীবাবু উপস্থিত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

প্রাসঙ্গিক ভাষণে আইপিএস, ডিআইজি সুখেন্দু হীরা বলেন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অনেক আছে, বনমালীবাবুকে ধন্যবাদ গ্ৰামের শিশুদের কথা ভাববার জন্য। শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস দীর্ঘ ভাষনে শিশু শিক্ষার নানা দিক তুলে ধরেন। আমতা থানার ওসি অজয় কুমার সিং বলেন, শুভ প্রয়াস।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, খোড়প হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল, লেখক সাংবাদিক দেবাশিস ঘোষ, বাগনান হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর আদক, শিক্ষক ও বিজ্ঞান কর্মী অজয় মান্না, প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস দীর্ঘাঙ্গী, বিশিষ্ট শিক্ষক শঙ্কর প্রসাদ দে, প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ।

%d bloggers like this: