অরুণিমা রায়, পশ্চিম বর্ধমান: পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুখ্যমন্ত্রী প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ভারত রত্ন ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে ও আগামী প্রজন্মদের কাছে এই মহান মানুষটির ভাবধারা তুলে ধরতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আড়রা কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের।
পশ্চিমবঙ্গের রূপকার ভারত রত্ন ডাঃ বিধানচন্দ্র রায়ের সৃষ্টি দুর্গাপুর শহর, তাই দুর্গাপুরের এই প্রাথমিক বিদ্যালয় ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিবসকে স্মরণ করে ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ ইত্যাদির মাধ্যমে দিনটিকে পালন করে।
ডঃ বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, শিশুদের কন্ঠে কবিতা, গান ও নাচ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণে মনোজ্ঞ এই অনুষ্ঠান প্রমাণ করে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিশুদের মানসিক ও শারীরিক এবং সামাজিকও বিকাশে এই বিদ্যালয় তত্পর।
বিদ্যালয়ের পক্ষ থেকে অন্তরা সিংহরায় জানান, শিক্ষার্থীদের ডঃ বিধানচন্দ্র রায়ের জীবন, তাঁর অবদান সম্বন্ধে জানানো এবং এই দিনটির তাৎপর্য বোঝানোর জন্যই এই আয়োজন। এর সঙ্গে সঙ্গে শিশুদের বোঝানো তারা যেন তাঁদের প্রিয় শহর দুর্গাপুরকে সাজাতে একটি করে গাছ লাগায়।
এদিন ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে, উলেখ্য এই পুরস্কার গুলি বিদ্যালয়কে দান করেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সাহিত্য পত্রিকা আন্তরিক সাহিত্য পত্রিকার পক্ষে অঙ্কনা সিংহরায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা অন্তরা সিংহরায় ও মৌসুমী প্রধান।