অভিজিৎ হাজরা, হাওড়া: আমাদের পরিবেশে এবং আমাদের জীবনে উদ্ভিদের গুরুত্ব ও তাঁর উপযোগিতা শীর্ষক এক সচেতনতা ক্লাসের আয়োজন করেছিল সম্প্রতি হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের অন্তর্গত সোনামুই সাবালয় বিদ্যালয় তাঁদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক “শিক্ষারত্ন” পুরষ্কার প্রাপ্ত অরুণ কুমার পাত্র বলেন, ” গাছ আমাদের জীবন,পরিবেশে গাছের প্রয়োজন ও গুরুত্ব বোঝাতে বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়াদের আলাদা করে ক্লাস নেওয়ার আয়োজন করেছি। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে গাছের প্রতিটি অংশ দেখিয়ে পড়ুয়াদের বোঝানো হচ্ছে।কচি কাঁচা পড়ুয়ারা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে গাছের বিভিন্ন অংশ গুলির সঙ্গে পরিচিত হচ্ছে, আর উৎসাহও বাড়ছে পড়ুয়াদের মধ্যে”।
তিনি আরও বলেন, “আজকের পাঠ গ্ৰহণ করে এই বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়ারা বুঝতে পারল এই সকল উপকারের জন্য গাছ আমাদের প্রাণ।তাই গাছকে বাঁচিয়ে রাখা আমাদের মহান কর্তব্য”।