নিজস্ব সংবাদদাতা: কলকাতা পুলিশ ক্লাবের পক্ষ থেকে বিশ্ব মাদক বিরোধী দিবসকে স্মরণ করে গতকাল আয়োজন করা হয়েছিল মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের ও ময়দানের কলকাতা পুলিশ ক্লাব থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক পদযাত্রার। কলকাতা পুলিশ ক্লাবের সম্পাদক এসিপি মহাদেব চক্রবর্তীর সুদক্ষ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী, রাজ্যের বিধায়ক ও কলকাতা নগম নিগমের মেয়র পারিষদ দেবাশীষ কুমার, অভিনেতা দিগন্ত বাগচী সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
রাজ্যের বিধায়ক ও কলকাতা নগম নিগমের মেয়র পারিষদ দেবাশীষ কুমার আগামী প্রজন্মদের কাছে আবেদন রাখেন কোনও ভাবেই যেন তাঁরা ড্রাগের নেশায় নিজেদের আবদ্ধ করে না ফেলে সেই বিষয়ে তাঁদের নিজেদেরই সজাগ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী জানান মাদক বিরোধী দিবসকে শুধুমাত্র একটি বাত্সরিক অনুষ্ঠানের রূপ দিলে চলবে না। সারা বছর ধরেই জনগণের মধ্যে মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষে এবার থেকে কলকাতা পুলিশ সেই উদ্দেশ্যে স্কুলে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তুলবেন। তিনি আরও বলেন কলকাতা পুলিশ নিয়ম করে ড্রাগ ব্যবসায়ীদের আটক করছে, কিন্তু তিনি জোর দেন ড্রাগের ব্যবহার বন্ধ করার ওপর, মানুষ যদি ড্রাগ নেওয়া বন্ধ করেন তাহলেই ড্র্যাগের সাপ্লাইও বন্ধ হবে। আর এই সচেতন করে তোলার অঙ্গ হিসেবেই এই অনুষ্ঠান।
কলকাতা পুলিশ ক্লাবের সম্পাদক এসিপি মহাদেব চক্রবর্তী বলেন ময়দানের ক্লাব গুলির মধ্যে কলকাতা পুলিশ ক্লাব অন্যতম এক ক্লাব। কলকাতা পুলিশ ক্লাব হাজার প্রতিবন্ধকতা স্বত্তেও মাথা উঁচু করে নিজেদের কাজ করে চলেছে।
সাধারণ মানুষকে সঠিক পথে, সঠিক ভাবে জীবন-যাপন করতে ড্রাগের ব্যবহারের ওপর লাগাম টানতেই হবে। আর এই অনুষ্ঠান যাঁরা এই বিশয়ে জেগে ঘুমোচ্ছেন তাঁদের জাগিয়ে তোলার উদ্দেশ্যেই।