অন্তরা সিংহরায়: সম্প্রতি কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত যুগ সাগ্নিক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ২০২২-২৩ সালে প্রকাশিত কাব্যগ্রন্থগুলির মধ্যে সেরার শিরোপা জিতে নিলো সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের কাব্যগ্ৰন্থ ‘নক্ষত্র সমাধি’। এই সময়কালের মধ্যে যুগ্ম ভাবে প্রথম হলেন কবি ও সাহিত্যিক নির্মাল্য বিশ্বাস, দ্বিতীয় মৈত্রয়ী পাল কর্মকার ও তৃতীয় ফটিক চৌধুরী। উল্লেখ করা যায় যুগ সাগ্নিক পত্রিকা আয়োজিত সাহিত্যের এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে যেমন গল্পগ্রন্থ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম নিবেদিতা ঘোষ মার্জিত দ্বিতীয় মৌসুমি বন্দ্যোপাধ্যায়, তৃতীয় সবিতা বিশ্বাস। অপরদিকে প্রবন্ধগ্রন্থ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সুস্মিতা সাহা। গল্প আড্ডায় অনুগল্প প্রতিযোগিতায় বিজয়ীদেরও এদিন সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠান থেকে। ছিল সেরা পাঠকদের হাতে যথোপোযুক্ত পুরস্কার তুলে দেওয়ার পালা। সেরা পাঠক হিসাবে এই অনুষ্ঠান থেকে পুরষ্কৃত হলেন ভজন দত্ত ও ইলা হাইত দে। এদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন চন্দ্রিকা বন্দোপাধ্যায়, সোনালী মুখার্জি ভট্টাচার্য্য, নির্মাল্য বিশ্বাস প্রমুখ বিশিষ্টজন।