জার্মানীতে সামার স্পেশাল অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে হাওড়ার সম্পুর্ণ মূক ও বধির প্রিয়াঙ্কা দাস

অভিজিৎ হাজরা, হাওড়া: জার্মানীর বার্লিনে জুন ১৭ থেকে ২৫ এই নয়দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া সামার স্পেশাল অলিম্পিক গেমসে হাওড়া জেলার উলুবেড়িয়ার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে সম্পুর্ণ মূক ও বধির প্রিয়াঙ্কা দাস ভারতীয় মহিলা হ্যান্ডবল দলের হয়ে অংশ নিতে জার্মানী যাচ্ছে। উল্লেখ করা যায়, উলুবেড়িয়ার ‘আশা ভবন সেন্টার-এ প্রিয়াঙ্কা দাস ১৩ বছর ধরে আবাসিক হিসাবে রয়েছে। প্রিয়াঙ্কার বাবা গোপাল দাস পেশায় একজন অটোচালক। প্রিয়াঙ্কার খেলাধুলায় এবং স্পেশাল অলিম্পিকে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় প্রিয়াঙ্কার বাবা গোপাল দাস ও মা বিউটি দাস যথেষ্টই আনন্দিত।

প্রিয়াঙ্কার খেলাধুলায় সাফল্য ও সামার স্পেশাল অলিম্পিকে ভারতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে ‘ আশা ভবন সেন্টার ‘ এর ডিরেক্টর জন মেরি বাড়ুই বলেন, ‘ সামার স্পেশাল অলিম্পিকে ভারতীয় মহিলা হ্যান্ডবল দলে আমাদের এই সেন্টারের আবাসিক প্রিয়াঙ্কা স্থান পাওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়’ । জন মেরি বাড়ুই আর ও বলেন, ‘ আমার আশা ও দৃঢ বিশ্বাস প্রিয়াঙ্কা তার সেরা খেলাটা দেখিয়ে আসবে আমাদের ভারতবাসীর জন্য। শুধু প্রিয়াঙ্কাই নন,  এই ‘ আশা ভবন সেন্টার’ এর আরোও পাঁচ জন আবাসিক জার্মানির বার্লিনে সামার স্পেশাল অলিম্পিক গেমস-এ অংশগ্রহণ করতে চলেছে।

%d bloggers like this: