রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনে যুব সমাজকে গড়ে তোলার আহ্বান

অভিজিৎ হাজরা, হাওড়া :  গঙ্গা জলেই গঙ্গা পূজা হয়। গঙ্গা জল ছাড়া যেমন গঙ্গা পূজা ও অন্যান্য পূজা হয় না,  তেমনই রবীন্দ্র -নজরুল এর সৃষ্ট কবিতা, গান, আলোচনার মাধ্যমে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম ও কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী।হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের রসপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রসপুর গ্ৰামে ‘ রসপুর পিপলস লাইব্রেরী’ র উদ্যোগে লাইব্রেরীর দ্বিতলে অডিটোরিয়াম কক্ষে পালিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী।

এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ রবীন্দ্র -নজরুল এর প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। লাইব্রেরীর সভাপতি অসীম কুমার মিত্র স্বাগত বক্তব্যে আক্ষেপের সুরে বলেন, “আমরা লাইব্রেরীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে মনিষীদের জম্ম দিন, বিভিন্ন  ঐতিহাসিক দিন, বিভিন্ন সমাজসেবা,  সচেতনতা মূলক অনুষ্ঠান করে চলেছি। দুঃখের বিষয় এই সমস্ত অনুষ্ঠান গুলিতে ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা, যুব সমাজের উপস্থিতি অত্যন্ত নগন্য হয়। পাশাপাশি যখন বিভিন্ন ক্লাব, পূজা কমিটি বিভিন্ন অপসংস্কৃতি মূলক অনুষ্ঠান করে থাকে, ডিজে মাইক ব্যবহার করে,  সেখানে মানুষকে জায়গা দিতে পারে না অনুষ্ঠান কর্তৃপক্ষ। যে অনুষ্ঠানে শুধু অপসংস্কৃতি পরিবেশিত হয়।এটা আমাদের খুবই ব্যথিত করে”।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার অফিসার ইনচার্জ অজয় সিং,  রসপুর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পল্ল্যে,  রসপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক জলধর বাগ, সমাজকর্মী মুস্তাক আলি মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমতা থানার অফিসার ইনচার্জ অজয় সিং রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, ‘ রবীন্দ্রনাথ নিজের সাহিত্যকীর্তির মাধ্যমে আজও সকলের মাঝে জীবিত, তাঁর সৃষ্টি অমর। তাঁর এই নাম যশের পিছনে ছিল তাঁর বহুমুখী প্রতিভা’ । কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে অজয় সিং বলেন, ‘ সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। এর সঙ্গে সঙ্গে তিনি লাইব্রেরী কর্তৃপক্ষকে বলেন, এই ধরনের মনিষীদের জীবনী মূল্যায়ণ মূলক অনুষ্ঠান, জম্মদিন, সচেতনতা মূলক অনুষ্ঠান বেশি বেশি করে করতে হবে। আজকের শিশু -যুব সমাজ বর্তমান ও ভবিষ্যতের দেশ গঠনের কারিগর হবে এটা আমাদের মনে রাখতে হবে।

সমাজকর্মী মুস্তাক আলি মন্ডল বলেন,যুগ যুগ ধরে রবীন্দ্রনাথ – নজরুলের রচনা থেকে শিক্ষা নিয়ে সমাজ জীবনে এগিয়ে যেতে হবে আমাদের। রবীন্দ্রনাথ -নজরুল ছাড়া আমাদের সংসার জীবন অচল। প্রতিদিন সূর্যোদয় থেকে সারা দিন-রাত রবীন্দ্রনাথ -নজরুল আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

%d bloggers like this: