বর্ষবরণে বৈদ্যবাটি আবৃত্তি পরিষদ

মধুমিতা: বৈশাখ মানে নতুন বছরের উদ্বোধন নাচে,গানে, কবিতায় ভরা বর্ষবরণ। গত ১৫ই বৈশাখ ১৪৩০, ২৯ শে এপ্রিল সন্ধ্যায় বৈদ্যবাটি আবৃত্তি পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেনী ব্যানার্জী লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির দেবালয় প্রাঙ্গণে। উদ্বোধনী সঙ্গীত ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

 

আগুনের পরশমনির ছোঁয়ায় সকলের মধ্যে শুভ চেতনার উন্মেষ ঘটুক এবং বোধের আলোয় উদ্ভাসিত হোক সম্প্রীতির মেলবন্ধন। এই প্রত্যাশা নিয়ে তারপর একে একে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা একক এবং সমবেত ভাবে আপন মনের মাধুরী মিশিয়ে কবিতা, নৃত্য এবং শ্রুতিনাটক পরিবেশন করে।

শিল্পী এবং শ্রোতা দর্শকদের সমারোহে উৎসব মুখরিত হয়ে ওঠে দেবালয় প্রাঙ্গণ ।

আবৃত্তি পরিষদের কর্নধার তথা শিক্ষক শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক পরিচালনায় শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় এলাকাবাসীদের কাছে।

%d bloggers like this: