সুফল তর্কালঙ্কার: ২৬৫৪৫ ফুটের ভয়ঙ্কর অন্নপূর্ণা শৃঙ্গ জয় করে অসুস্থ বাবাকে দেখতে চন্দননগরের বাড়িতে পিয়ালী বসাক। যদিও গত ১৬ মার্চ হুগলির চন্দননগর থেকে অন্নপূর্ণা ও মাকালু শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পিয়ালী।
আজ তিনি আবার চলেছেন ২৭ হাজার এর বেশী উচ্চ পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে, মাত্র ১০,০০০ টাকা ব্যাঙ্ক ব্যাল্যান্স সম্বল করে। যে সামিটের খরচ প্রায় ১৬,০০,০০০ টাকা।
তিনি জানান, এই মাকালু শৃঙ্গ অভিযানে তিনি এখনও পর্যন্ত জানেন না কোথা থেকে কিভাবে তিনি এই খরচ জোগাতে পারবেন। পিয়ালীর আবেদন যদি কেন্দ্রীয় ও রাজ্য সরকার ওনাকে এই বিষয়ে সাহায্য করেন আর্থিক ভাবে তাহলে তিনি অতি অবশ্যই দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন, কৃত্রিম অক্সিজেন ছাড়াই।
তিনি জানান এভারেস্ট, অন্নপূর্ণা শৃঙ্গ সহ অন্যান্য জয় করে আসার পর অনেকেই ভাবছেন তিনি হয়তো রাজনৈতিক ভাবে বা সরকারী ভাবে তাঁর আগামী অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে পিয়ালী আজ কলকাতা ছাড়ছেন মাত্র ১০,০০০ টাকা সম্বল করে তাঁর স্বপ্ন পূরণের জন্য।
তাঁর যাত্রার আগে তাঁর বাড়িতে সংবাদ প্রতিখনের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ভয়াল ভয়ঙ্কর সুন্দর অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের পথে তাঁকে সম্মুখীন হতে হয়েছে নানা অসম প্রতিযোগিতার এবং এই প্রতিযোগিতা তিনি পেয়েছেন তাঁর দেশীয় পর্বত আরোহীদের কাছে থেকেই। তাও তিনি হার না মেনে দুবারের প্রচেষ্টায় জয় করেন অন্নপূর্ণা শৃঙ্গ।
পিয়ালীর অভিযানে আপনারা সাহায্য করেতে চাইলে আপনাদের অনুদান নিচে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ পাঠিয়ে দিন
Bank account details
PIYALI BASAK
- SB Account no: 40387563000
- State Bank of India, Barabazar, Chandannagar (00053)
- IFS Code: SBIN0000053