বেহাল রাস্তায় অস্বাভাবিক জ্যামের কারণে অসন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার অন্যতম ব্যস্ততম ও জনবহুল এলাকা ডানকুনি। এই ডানকুনির টি এন মুখার্জী রোডে নিত্যদিন জ্যামজট লেগেই থাকে, বিশেষ করে অফিস টাইমে। এই রাস্তায় জ্যামের কারণে অধিকাংশ ছোট গাড়ি ও দু চাকার গাড়ি, রিক্সা, টোটো সব রকমের গাড়ির অস্বাভাবিক ভীড় বাড়ে টি এন মুখার্জী রোড সংলগ্ন মল্লিক পাড়ার যে রাস্তা সেই রাস্তায়। এই রাস্তায় অফিস ও স্কুল টাইমে ছোট গাড়ি, টোটো, বাইক, স্কুটার, রিক্সা সহ স্কুল গাড়ির ভিড়ে নাজেহাল এলাকাবাসী এবং এই রাস্তা দিয়ে চলাচলকারী সকলে।

তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মত এই পথে হায়দারের মোড় থেকে অলোক বাবার দরবার পর্যন্ত রাস্তার হাল এমন যে, যে কোনও সময়ে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। তার ওপরে সামান্য বৃষ্টিতে রীতিমত চলাচলের অযোগ্য হয়ে ওঠে এই হায়দারের মোড় থেকে অলোক বাবার দরবার পর্যন্ত রাস্তা।

স্থানীয় বাসিন্দাদের দাবী এই রাস্তাটিকে ঠিক করে জনগণের ও ছোট গাড়ির চলাচলের উপযুক্ত করে তোলার জন্য তাঁরা অতীতে বারংবার এই বিষয়ে পৌর প্রতিনিধির কাছে আবেদন করেছেন কিন্তু কোনরকম কোন ফল হয় নি। এই রাস্তায় জ্যামের কারণে রীতিমত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছেও নানা কথা শুনতে হয় স্কুল গাড়ির চালকদের বলে সূত্রের খবর।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading