Site icon Sambad Pratikhan

হালকা সাজে হয়ে উঠুন মোহময়ী

Advertisements

সামনেই দুর্গাপূজা, আর পুজোয় সকল নারীর একটাই বাসনা নিজেকে অপরের চোখে মোহময়ী করে তোলা। কি করবেন নিজেকে সাজিয়ে তুলতে জানাচ্ছেন রূপ বিশেষজ্ঞা মৌসুমী জানা

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তরপরেই বাঙ্গালির সবথেকে বড় উত্‍সব দুর্গাপুজো। গোটা দেশে ধুমধাম করে এই পুজো উদযাপিত হলেও বাঙালিদের জীবনে দুর্গাপুজোর এক আলাদা গুরুত্ব রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর শপিং, নানা প্লানিং, তার সঙ্গে ম্যাচিং জুয়েলারী ও মেক আপ। আর মেকআপ মানেই নিজের একটা সুন্দর লুক সকলের সামনে তুলে ধরা। মেকআপ মানে একজন মানুষকে বদলে ফেলা নয়, মেকআপের অর্থ আপনার ভিতরের সৌন্দর্য্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা। খুব সহজেই অল্প কিছু জিনিস দিয়েই নিজেকে প্রস্ফুটিত করে তুলুন এই উত্‍সবের সময়ে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজেকে এই পুজোয় করে তুলবেন অনন্যা।

১) মেকআপের প্রথম শর্ত হলো পরিষ্কার ত্বক। ক্লিনজার দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। এরপর স্কিন বুঝে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

২) এরপরের গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাইমার। মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমার ভীষন জরুরী।

৩) স্কিন টোন বুঝে ফাউন্ডেশন লাগান, আর ভালো করে ব্লেন্ড করুন।

৪) সেটিং পাউডার দিয়ে মেকআপ সেটিং করুন।

৫) গালের দুপাশে এবং নাকের কন্টোরিং করুন।

৬) পিংক কালার ব্লাশার লাগিয়ে নিন গালের নরম অংশে।

৭) সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করুন।

৮) এরপর লাগান হাইলাইটার।

৯) চোখে হালকা ব্রাউন আর কালো আইস্যাডো দিয়ে করে নিন স্মোকিং আই।

১০) চোখে লাগিয়ে নিন আই লাইনার আর মোটা করে পড়ে নিন কাজল।

১১) চোখের পল্লবে লাগান মাস্কারা।

১২) ভুরুর ফাঁকা অংশ কাজল পেনসিল দিয়ে ভরে ফেলুন।

১৩) সব শেষে আপনার পছন্দের লিপস্টিক লাগিয়ে পছন্দের পোশাক পড়ে বেরিয়ে পড়ুন ঘুরুঘুরু করতে।

Exit mobile version