Site icon Sambad Pratikhan

জন্মাষ্টমীতে সর্ব্বধর্ম সমন্বয়ের এক অসাধারণ প্রতিচ্ছবি

Advertisements

জাকির হোসেন মল্লিক: জন্মাষ্টমীতে সর্ব্বধর্ম সমন্বয়ের এক অসাধারণ প্রতিচ্ছবি ধরা পড়ল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। ইএম বাইপাসের ওপর অবস্থিত এই বেসরকারি হাসপাতালে জন্মাষ্টমীর দিন রোগীদের সেবার সঙ্গে সঙ্গে পালিত হল ধুমধাম করে সকল ধর্ম মিলে-মিশে একাকার হয়ে জন্মাষ্টমীর পূজাচ্চর্ণা।

রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের সঙ্গে সঙ্গে পবিত্র এই দিনে এই হাসপাতলের সকল কর্মীদের নিয়ে রীতিমত হোমযজ্ঞ করে পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্মোত্‍সব।

তাঁদের এই পূজা প্রসঙ্গে এই হাসপাতালের সিইও মোনা সরকার জানান, বিগত দুই বছর ধরে করোনার কারণে মানুষ দিশাহারা, হাসপাতালগুলিতে রোগীদের ভিড়, তার মধ্যে সামান্য একটু পূজাচ্চর্ণা সারা বছর ধরে রোগীদের সেবার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও মানুষের মনে সাহস জাগায়, তিনি বলেন, ‘আজকের এই পবিত্র দিনে পরম করুণাময় ঈশ্বরের কাছে আমাদের সকলের প্রার্থনা সকলকে তিনি যেন সুস্থ রাখেন, আর আমাদের শক্তি দান করুক রোগীদের প্রকৃত পরিষেবা দিতে’।

Exit mobile version