Site icon Sambad Pratikhan

জগুর বাঁধকে কেন্দ্র করে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

Advertisements


অভিজিত দাস
, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর শহরের ঐতিহ্যশালী বহু পুরনো গোপালমাঠ এলাকা, ইস্পাত  কারখানার কাছাকাছি রেল কলোনি সংলগ্ন এরিয়ায় রয়েছে জগুর বাঁধ নামে পুরানো বিশাল জলাশয়।এই জলাশয় ঘিরে এক বৃহৎ কর্মকাণ্ডের সাক্ষী হতে চলেছে আপামর জনসাধারণ। প্রায় কয়েকশো বিঘা জুড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর প্রকল্পের সহযোগিতায় ও স্থানীয় শিশু কল্যাণ সমিতির পরিচালনায়,, বিগত দিনের শিশু কল্যাণ সমিতির কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল এলাকাবাসীরা জানান যে এই এলাকায় বাঁধ সংস্কার, জলাশয়ে ছোট্ট ব্রিজ নির্মাণ করে বাঁধ এর মধ্যবর্তী ব-দ্বীপ টি কে পর্যটন স্থল এবং আশেপাশে রাস্তা নির্মাণ, ব্যবস্থার সংস্করণ লাইটিং এর ব্যবস্থা সহ চারটি ঘাট নির্মাণ ইতিমধ্যেই করার কাজ চলছে, মহিলাদের স্নানঘর স্থাপনসহ বিরাট প্রবেশদ্বার নির্মাণ করা হবে, চারিদিকে গাছপালায় পরিবেষ্টিত এই বৃহৎ কর্মকাণ্ডের জন্য ডিএসপি কর্তৃপক্ষকে বারবার ধন্যবাদ জানান এলাকাবাসী।

Exit mobile version