নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়া(সদর) তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সাধারণ সম্পাদক শ্রী সুদীপ্ত দত্ত-এর ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত হলো বালি বিধানসভার ৮নং ওয়ার্ডে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সদরের সাংসদ মাননীয় শ্রী প্রসূন ব্যানার্জি মহাশয়, বালি বিধানসভার স্বনামধন্য বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি, রাজ্য তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বসু, হাওড়া সদর তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সভাপতি শ্রী প্রবীর বিশ্বাস, বালি ব্লক আই.এন.টি.টি.ইউ.সি. সভাপতি টিঙ্কু মুখার্জি, বালি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী সুরজিৎ চক্রবর্তী, বালি ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মাননীয়া কল্যাণী ঘোষ, বিশিষ্ট সমাজকর্মী মধুমিতা বসু, লেখিকা সুনন্দা সিকদার, বিশিষ্ট মনস্তত্ত্ববিদ সঞ্চিতা মিত্র দে ও শিশু চিকিৎসক ডাঃ জয়দীপ মুখার্জি এবং জেলা ও ব্লকের সকল নেতৃবৃন্দ।